
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।
টুর্নামেন্টের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই লিগে অংশ নেবে। এ জন্য সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে।’
ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।
বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা ও ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।
টুর্নামেন্টের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই লিগে অংশ নেবে। এ জন্য সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে।’
ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।
বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা ও ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি
জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
২ দিন আগে