বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ালাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। গতকাল বুধবার দুবাইয়ে প্রথম এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারিসহ অনেকে। বিমান সংস্থাটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ মুন বলেন, আমি মনে করে এ৩৫০ উড়োজাহাজগুলো এমিরেটস বহরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এয়ারলাইনটির উন্নয়নে ভূমিকা রাখবে।
এমিরেটস জানায়, তাদের এয়ারবাস এ৩৫০ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট হতে পারে আগামী ৩ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাত থেকে স্কটল্যান্ডের এডিনবরায় এ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।
২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনো ধরনের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর আগে এমিরেটস শুধু সুপরিসর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা দিয়ে আসছিল। সুপরিসর এয়ারবাস এ৩৫০ সর্বাধিক জ্বালানীদক্ষ উড়োজাহাজ হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং যাত্রীদের জন্য এর শব্দদূষণ প্রায় চল্লিশ শতাংশ কম।
উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় ইন্টোরিয়র, সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলো প্রদর্শন করা হয়। নতুন উড়োজাহাজটির যাত্রী আসন সংখ্যা ৩১২, ইকোনমি শ্রেণি ২৫৯টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি এবং বিজনেস শ্রেণি রয়েছে ৩২টি।
সংশ্লিষ্টরা জানায়, নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ালাইনসের বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০। গতকাল বুধবার দুবাইয়ে প্রথম এই উড়োজাহাজটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টীম ক্লার্ক, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন টোউক আল মারিসহ অনেকে। বিমান সংস্থাটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, আগামী কয়েক বছরে এমিরেটস বহরে ৬৫টি এ৩৫০ উড়োজাহাজ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন, দুবাইয়ের ডি৩৩ স্ট্রাটেজি বাস্তবায়নে এই উড়োজাহাজগুলো সহায়ক হবে। এই স্ট্রাটেজিতে দুবাইকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ মুন বলেন, আমি মনে করে এ৩৫০ উড়োজাহাজগুলো এমিরেটস বহরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এয়ারলাইনটির উন্নয়নে ভূমিকা রাখবে।
এমিরেটস জানায়, তাদের এয়ারবাস এ৩৫০ এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট হতে পারে আগামী ৩ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাত থেকে স্কটল্যান্ডের এডিনবরায় এ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।
২০০৮ সালের পরে এই প্রথমবার এমিরেটস বহরে নতুন কোনো ধরনের উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর আগে এমিরেটস শুধু সুপরিসর দ্বিতল এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ এর সাহায্যে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে ফ্লাইট সেবা দিয়ে আসছিল। সুপরিসর এয়ারবাস এ৩৫০ সর্বাধিক জ্বালানীদক্ষ উড়োজাহাজ হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং যাত্রীদের জন্য এর শব্দদূষণ প্রায় চল্লিশ শতাংশ কম।
উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় ইন্টোরিয়র, সর্বাধুনিক প্রযুক্তি, এবং পরবর্তী প্রজন্মের প্রোডাক্টগুলো প্রদর্শন করা হয়। নতুন উড়োজাহাজটির যাত্রী আসন সংখ্যা ৩১২, ইকোনমি শ্রেণি ২৫৯টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি এবং বিজনেস শ্রেণি রয়েছে ৩২টি।
সংশ্লিষ্টরা জানায়, নতুন উড়োজাহাজটি সব শ্রেণির যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।