
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিউসি) উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু, কিশোর, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এই ক্রীড়া আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সভাপতি ড. আনিসুল আফসার ও মাদরাসার প্রিন্সিপাল মো. গোলাম মোস্তাফা।
প্রতিযোগিতার সূচিতে ছিল পেইন্টিং, ড্রয়িং, ৫০ মিটার ও ১০০ মিটার দৌড়, মার্বেল অ্যান্ড স্পুন রেস, মিউজিক্যাল পিলো, বল কিক এবং বল থ্রো ইন দ্য বাকেটসহ মোট ১২টি ইভেন্ট। শিক্ষার্থীদের বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দৌড় ও মার্বেল-স্পুন রেসে।

অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকারাও ছিলেন এই ক্রীড়া উৎসবের অংশ। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করতে তাদের জন্য ছিল মিউজিক্যাল পিলো ও বল থ্রো ইন দ্য বাকেট প্রতিযোগিতা। ইভেন্ট পরিচালনায় ছিল এএমডব্লিউসির ইসি কমিটি, মাদরাসার শিক্ষক–শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক দল। শিশুদের উৎসাহ, বিচারক ও পরিচালকদের আন্তরিকতা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি উৎসবে।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শুধু ক্রীড়া নয়, এটি আমাদের শিশুদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও কমিউনিটি চেতনা গড়ে তুলতে সাহায্য করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
পেইন্টিং প্রতিযোগিতা ছেলে–মেয়ে (বয়স ৩-৫) বিজয়ী প্রথম আফসারা হক, দ্বিতীয় সার্লিজ, তৃতীয় জান্নাতুল সৈয়দ।
ড্রয়িং ছেলে–মেয়ে বয়স (৬-৭) বিজয়ী প্রথম নামিরা আলম, দ্বিতীয় রায়হান ইবনে শরীফ, তৃতীয় মো. আবিয়ান রাহমান।

মার্বেল অ্যান্ড স্পোর্টস রেস বালক (বয়স ৮-১০) বিজয়ী প্রথম তাহিম সৈয়দ, দ্বিতীয় জাওয়াদ রহমান, তৃতীয় নাহিয়ান আলম।
মার্বেল অ্যান্ড স্পুন রেস বালিকা (বয়স ৮-১০) বিজয়ী প্রথম জান্নাতুল সামিকা, দ্বিতীয় সাবা রহমান, তৃতীয় আরিশা ইসলাম। একই প্রতিযোগিতা বালিকা (বয়স ১১ ও উর্ধ্ব) বিজয়ী প্রথম জেসমিন মেলাতি, দ্বিতীয় সেনাহ হক, তৃতীয় উম্মে জুসামা।

৫০ মিটার দৌড় বালক (বয়স ৪-৭) বিজয়ী প্রথম সাইফান ভুঁইয়া, দ্বিতীয় রায়হান শরীফ, তৃতীয় আরিয়ান রহমান।
৫০ মিটার দৌড় বালিকা (বয়স ৪-৭) বিজয়ী প্রথম ওয়ারসিয়া আরওয়া, দ্বিতীয় ডেনিতা খান, তৃতীয় নামিরাহ আলম।
১০০ মিটার দৌড় বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সাফির হোসেন, দ্বিতীয় আইদিন তালুকদার, তৃতীয় মীর রাফিদ।

মিউজিক্যাল পিলো পাসিং বালিকা (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সেনাইত হক, দ্বিতীয় উম্মে জুসাইমা, তৃতীয় আয়েশা মুক্তাদির।
কিক এ বল বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম ফারেস কাদের, দ্বিতীয় রায়িদ মোরশেদ, তৃতীয় আলিফ সৈয়দ।
মিউজিক্যাল পিলো পাসিং নারী (অভিভাবক ও শিক্ষিকা) বিজয়ী প্রথম তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় নাজমুন নাহার, তৃতীয় সানা মালিক।

বল থ্রো ইন দ্যা বাকেট পুরুষ (অভিভাবক ও শিক্ষক) বিজয়ী প্রথম নায়হান রহমান, দ্বিতীয় আনিসুল আফসার, তৃতীয় আতিকুর রহমান।

এএমডব্লিউসির নির্বাহী কমিটি জানায়, আয়োজনে হালকা নাশতা, রিফ্রেশমেন্ট ও মোক্তার ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। এ থেকে সমস্ত আয় অনুষ্ঠান আয়োজনের খরচ বহনে ব্যবহার করা হবে।

এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসার, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এডব্লিউএমসি সানডে মাদরাসা এবং হাফেজুল কোরআন প্রোগ্রাম দিন দিন উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। আমরা আমাদের শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিক বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও সামাজিক বিকাশেও উৎসাহ দিতে আপনাদের সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিউসি) উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু, কিশোর, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এই ক্রীড়া আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সভাপতি ড. আনিসুল আফসার ও মাদরাসার প্রিন্সিপাল মো. গোলাম মোস্তাফা।
প্রতিযোগিতার সূচিতে ছিল পেইন্টিং, ড্রয়িং, ৫০ মিটার ও ১০০ মিটার দৌড়, মার্বেল অ্যান্ড স্পুন রেস, মিউজিক্যাল পিলো, বল কিক এবং বল থ্রো ইন দ্য বাকেটসহ মোট ১২টি ইভেন্ট। শিক্ষার্থীদের বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দৌড় ও মার্বেল-স্পুন রেসে।

অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকারাও ছিলেন এই ক্রীড়া উৎসবের অংশ। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করতে তাদের জন্য ছিল মিউজিক্যাল পিলো ও বল থ্রো ইন দ্য বাকেট প্রতিযোগিতা। ইভেন্ট পরিচালনায় ছিল এএমডব্লিউসির ইসি কমিটি, মাদরাসার শিক্ষক–শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক দল। শিশুদের উৎসাহ, বিচারক ও পরিচালকদের আন্তরিকতা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি উৎসবে।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শুধু ক্রীড়া নয়, এটি আমাদের শিশুদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও কমিউনিটি চেতনা গড়ে তুলতে সাহায্য করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
পেইন্টিং প্রতিযোগিতা ছেলে–মেয়ে (বয়স ৩-৫) বিজয়ী প্রথম আফসারা হক, দ্বিতীয় সার্লিজ, তৃতীয় জান্নাতুল সৈয়দ।
ড্রয়িং ছেলে–মেয়ে বয়স (৬-৭) বিজয়ী প্রথম নামিরা আলম, দ্বিতীয় রায়হান ইবনে শরীফ, তৃতীয় মো. আবিয়ান রাহমান।

মার্বেল অ্যান্ড স্পোর্টস রেস বালক (বয়স ৮-১০) বিজয়ী প্রথম তাহিম সৈয়দ, দ্বিতীয় জাওয়াদ রহমান, তৃতীয় নাহিয়ান আলম।
মার্বেল অ্যান্ড স্পুন রেস বালিকা (বয়স ৮-১০) বিজয়ী প্রথম জান্নাতুল সামিকা, দ্বিতীয় সাবা রহমান, তৃতীয় আরিশা ইসলাম। একই প্রতিযোগিতা বালিকা (বয়স ১১ ও উর্ধ্ব) বিজয়ী প্রথম জেসমিন মেলাতি, দ্বিতীয় সেনাহ হক, তৃতীয় উম্মে জুসামা।

৫০ মিটার দৌড় বালক (বয়স ৪-৭) বিজয়ী প্রথম সাইফান ভুঁইয়া, দ্বিতীয় রায়হান শরীফ, তৃতীয় আরিয়ান রহমান।
৫০ মিটার দৌড় বালিকা (বয়স ৪-৭) বিজয়ী প্রথম ওয়ারসিয়া আরওয়া, দ্বিতীয় ডেনিতা খান, তৃতীয় নামিরাহ আলম।
১০০ মিটার দৌড় বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সাফির হোসেন, দ্বিতীয় আইদিন তালুকদার, তৃতীয় মীর রাফিদ।

মিউজিক্যাল পিলো পাসিং বালিকা (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সেনাইত হক, দ্বিতীয় উম্মে জুসাইমা, তৃতীয় আয়েশা মুক্তাদির।
কিক এ বল বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম ফারেস কাদের, দ্বিতীয় রায়িদ মোরশেদ, তৃতীয় আলিফ সৈয়দ।
মিউজিক্যাল পিলো পাসিং নারী (অভিভাবক ও শিক্ষিকা) বিজয়ী প্রথম তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় নাজমুন নাহার, তৃতীয় সানা মালিক।

বল থ্রো ইন দ্যা বাকেট পুরুষ (অভিভাবক ও শিক্ষক) বিজয়ী প্রথম নায়হান রহমান, দ্বিতীয় আনিসুল আফসার, তৃতীয় আতিকুর রহমান।

এএমডব্লিউসির নির্বাহী কমিটি জানায়, আয়োজনে হালকা নাশতা, রিফ্রেশমেন্ট ও মোক্তার ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। এ থেকে সমস্ত আয় অনুষ্ঠান আয়োজনের খরচ বহনে ব্যবহার করা হবে।

এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসার, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এডব্লিউএমসি সানডে মাদরাসা এবং হাফেজুল কোরআন প্রোগ্রাম দিন দিন উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। আমরা আমাদের শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিক বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও সামাজিক বিকাশেও উৎসাহ দিতে আপনাদের সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।
কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে
ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।