বিডিজেন ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সিকিমে এবার আর বিনামূল্যে প্রবেশ করা যাবে না। দিতে হবে এন্ট্রি ফি। সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে পর্যটকদের দিতে হবে ৫০ রুপি। এমনই ঘোষণা দিয়েছে রাজ্যটির সরকার। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
গতকাল রোববার (১৬ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
এতে বলা হয়, সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে রাজ্যটিতে প্রবেশের জন্য পর্যটকদের মাথাপিছু ৫০ রুপি করে এন্ট্রি ফি দিতে হবে। মূলত পরিবেশ রক্ষা করতেই এই ফি নেওয়া হবে। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, মূলত হোটেল কর্তৃপক্ষ সেই অর্থ রাজ্যের পর্যটন দপ্তরে জমা করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের দেওয়া সেই অর্থ সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে ব্যবহার করা হবে।
নিয়ম অনুযায়ী, সকল পর্যটকদেরই এই ফি দিতে হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো এন্ট্রি ফি লাগবে না। এ ছাড়া যারা সরকারি কাজে যাবেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হবে না।
একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত রাজ্যটিতে অবস্থান করা যাবে। তবে যদি কোনো পর্যটক এক মাসে দু’বার যান, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে তাকে আবারও এন্ট্রি ফি দিতে হবে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সিকিমে এবার আর বিনামূল্যে প্রবেশ করা যাবে না। দিতে হবে এন্ট্রি ফি। সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে পর্যটকদের দিতে হবে ৫০ রুপি। এমনই ঘোষণা দিয়েছে রাজ্যটির সরকার। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
গতকাল রোববার (১৬ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
এতে বলা হয়, সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে রাজ্যটিতে প্রবেশের জন্য পর্যটকদের মাথাপিছু ৫০ রুপি করে এন্ট্রি ফি দিতে হবে। মূলত পরিবেশ রক্ষা করতেই এই ফি নেওয়া হবে। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, মূলত হোটেল কর্তৃপক্ষ সেই অর্থ রাজ্যের পর্যটন দপ্তরে জমা করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের দেওয়া সেই অর্থ সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে ব্যবহার করা হবে।
নিয়ম অনুযায়ী, সকল পর্যটকদেরই এই ফি দিতে হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো এন্ট্রি ফি লাগবে না। এ ছাড়া যারা সরকারি কাজে যাবেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হবে না।
একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত রাজ্যটিতে অবস্থান করা যাবে। তবে যদি কোনো পর্যটক এক মাসে দু’বার যান, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে তাকে আবারও এন্ট্রি ফি দিতে হবে।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।