logo
প্রবাসের খবর

কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ মে ২০২৫
Copied!
কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি
কাশ্মীরের কূপওয়ারা সেক্টরে সতর্ক অবস্থানে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে টানা অষ্টম রাত গোলাগুলি হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীত দিক থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর এই গুলির জবাব দিয়েছে।

গত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার পাকিস্তানের সেনারা জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্তের পারগওয়াল সেক্টরে ভেতরে প্রবেশ করে গুলি করে গেছে।

একই দিনে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) হটলাইনে কথা বলেছেন। ডিজিএমও স্তরের আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীকে বিনা উসকানিতে গুলি চালানো থেকে সতর্ক করা হয়েছে।

পহেলগামে হামলার এক দিন পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আত্তারিতে একমাত্র চালু থাকা স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া এবং হামলার সঙ্গে আন্তসীমান্ত যোগসূত্রের কারণে কূটনৈতিক সম্পর্ক কমানো।

জবাবে, পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং তৃতীয় দেশের মাধ্যমেও ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করেছে। পাকিস্তান ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, পানির প্রবাহ বন্ধ করার যেকোনো পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখা হবে।

ভারতের সঙ্গে পাকিস্তানের মোট ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা তিনটি অংশে বিভক্ত: আন্তর্জাতিক সীমান্ত (আইবি), প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ, গুজরাট থেকে শুরু করে জম্মুর আখনুরের চেনাব নদীর উত্তর তীর পর্যন্ত; নিয়ন্ত্রণেরেখা (এলওসি), ৭৪০ কিলোমিটার দীর্ঘ, যা জম্মুর কিছু অংশ থেকে লেহের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত; এবং প্রকৃত স্থল অবস্থানরেখা (এজিপিএল), ১১০ কিলোমিটার দীর্ঘ, যা সিয়াচেন অঞ্চলকে উত্তরে এনজে ৯৮৪২ থেকে ইন্দিরা কোল পর্যন্ত বিভক্ত করে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে, ভারত ও পাকিস্তানের ডিজিএমও সীমান্তে শান্তি বজায় রাখার জন্য ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। তবে ২২ এপ্রিলের ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করাই সীমান্তে অস্ত্র সংবরণের বাধ্যবাধকতা থাকছে না বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

৮ ঘণ্টা আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

২১ ঘণ্টা আগে