বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী বিপাকে পড়েছেন। যারা ইতিমধ্যে এমআরপির জন্য আবেদন করেছেন তারাও এমআরপি পাচ্ছেন না।
কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, তারা বেশ কিছু দিন আগে এমআরপির আবেদন করেছিলেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট না থাকায় তারা অবৈধ হয়ে পড়েছেন। অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এতে তারা গ্রেপ্তার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা এবং জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন। পাসপোর্ট না পেলে তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরতও পাঠাতে পারে।
সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে।
এ সমস্যার কারণে হাইকমিশন থেকে বলা হয়, যারা এমআরপির আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিয়ে ই–পাসপোর্ট আবেদন করার জন্য।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপির জন্য অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা অতিরিক্ত ৫১ রিঙ্গিত ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত তাদের ই-পাসপোর্ট দেওয়া হবে।
এদিকে নাম ও জন্ম তারিখ জটিলতায় ই-পাসপোর্টের আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী। ই–পাসপোর্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম ও জন্ম তারিখ অনুযায়ী দেওয়া হয়। প্রবাসী যারা এমআরপি নবায়নের আবেদন করেছেন তাদের বেশির ভাগেরই এমআরপির নাম ও জন্ম তারিখের সঙ্গে এনআইডির নাম ও জন্ম তারিখের মিল নেই। তাদের ভিসাও এমআরপির নাম ও বয়স অনুযায়ী। ফলে এসব প্রবাসীরা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না।
জানা গেছে, মালয়েশিয়ায় ২৫ হাজারের বেশি প্রবাসী এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন। যাদের নাম ও জন্ম তারিখ সংক্রান্ত সমস্যা নেই তারা ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে প্রতিদিনই আবেদন করছেন। কিন্তু তারাও ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসে সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যার কারণে প্রায়ই আবেদন জমা কার্যক্রম বন্ধ থাকায় তারা আবেদন জমা দিতে পারছেন না।।
জোহর বারু থেকে কুয়ালালামপুর আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসেছিলাম। জোহর বারু থেকে রাতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। সকালে বলা হয়, সার্ভার ডাউন আবেদন জমা নেওয়া হবে না।
তিনি বলেন, কেন পাসপোর্ট নিয়ে এ সংকট? পাসপোর্ট অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভার ডাউন, ধারণক্ষমতা, যান্ত্রিক ত্রুটি কেন? এসব কারণে কেন আমাদের সমস্যায় পড়তে হয়?
তিনি এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছে।
মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী বিপাকে পড়েছেন। যারা ইতিমধ্যে এমআরপির জন্য আবেদন করেছেন তারাও এমআরপি পাচ্ছেন না।
কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, তারা বেশ কিছু দিন আগে এমআরপির আবেদন করেছিলেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট না থাকায় তারা অবৈধ হয়ে পড়েছেন। অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এতে তারা গ্রেপ্তার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা এবং জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন। পাসপোর্ট না পেলে তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরতও পাঠাতে পারে।
সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে।
এ সমস্যার কারণে হাইকমিশন থেকে বলা হয়, যারা এমআরপির আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিয়ে ই–পাসপোর্ট আবেদন করার জন্য।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপির জন্য অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা অতিরিক্ত ৫১ রিঙ্গিত ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত তাদের ই-পাসপোর্ট দেওয়া হবে।
এদিকে নাম ও জন্ম তারিখ জটিলতায় ই-পাসপোর্টের আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী। ই–পাসপোর্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম ও জন্ম তারিখ অনুযায়ী দেওয়া হয়। প্রবাসী যারা এমআরপি নবায়নের আবেদন করেছেন তাদের বেশির ভাগেরই এমআরপির নাম ও জন্ম তারিখের সঙ্গে এনআইডির নাম ও জন্ম তারিখের মিল নেই। তাদের ভিসাও এমআরপির নাম ও বয়স অনুযায়ী। ফলে এসব প্রবাসীরা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না।
জানা গেছে, মালয়েশিয়ায় ২৫ হাজারের বেশি প্রবাসী এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন। যাদের নাম ও জন্ম তারিখ সংক্রান্ত সমস্যা নেই তারা ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে প্রতিদিনই আবেদন করছেন। কিন্তু তারাও ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসে সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যার কারণে প্রায়ই আবেদন জমা কার্যক্রম বন্ধ থাকায় তারা আবেদন জমা দিতে পারছেন না।।
জোহর বারু থেকে কুয়ালালামপুর আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসেছিলাম। জোহর বারু থেকে রাতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। সকালে বলা হয়, সার্ভার ডাউন আবেদন জমা নেওয়া হবে না।
তিনি বলেন, কেন পাসপোর্ট নিয়ে এ সংকট? পাসপোর্ট অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভার ডাউন, ধারণক্ষমতা, যান্ত্রিক ত্রুটি কেন? এসব কারণে কেন আমাদের সমস্যায় পড়তে হয়?
তিনি এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছে।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।