logo
প্রবাসের খবর

কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২৩ জানুয়ারি ২০২৫
Copied!
কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবপাচার এবং স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানবপাচার কার্যকলাপের সঙ্গে জড়িত ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এ ছাড়া, সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর দিয়েছে। 

মানবপাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি ২ ব্যক্তি প্রতি ভিসা বাবদ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করে বলে স্বীকার করেছেন। 

গ্রেপ্তার তিন বাংলাদেশি
গ্রেপ্তার তিন বাংলাদেশি

তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছৈ।  এ সময় ওই বাংলাদেশির কাছ থেকে বিপুল পরিমাণে জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে তার পরিচয়  জানানো হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রলায় নিশ্চিত করেছে যে, তাদের  বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের নিরাপত্তা নষ্ট করার বা আইন লঙ্ঘন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার  প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। 

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১১ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৯ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

২০ ঘণ্টা আগে