বিডিজেন ডেস্ক
কুয়েতের ক্ষমতায় থাকা রাজপরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া রাজপরিবারের ওই সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী রাজপরিবারের একজনকে গ্রেপ্তার করেছে, যিনি মাদকের অভিযোগে কারাগারের সাজা এড়িয়ে যাচ্ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আইনের প্রয়োগ যথাযথ করতেই এই উদ্যোগ। সবাইকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। আইনের প্রয়োগ হবেই। এমনকি ক্ষমতায় থাকা পরিবারের কেউ অপরাধী হলেও ছাড় দেওয়া হবে না।
কুয়েতের ক্ষমতায় থাকা রাজপরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া রাজপরিবারের ওই সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এক বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, অপরাধ করলে কেউই ছাড় পাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী রাজপরিবারের একজনকে গ্রেপ্তার করেছে, যিনি মাদকের অভিযোগে কারাগারের সাজা এড়িয়ে যাচ্ছিলেন।
এতে আরও বলা হয়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আইনের প্রয়োগ যথাযথ করতেই এই উদ্যোগ। সবাইকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। আইনের প্রয়োগ হবেই। এমনকি ক্ষমতায় থাকা পরিবারের কেউ অপরাধী হলেও ছাড় দেওয়া হবে না।
সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
মোটা দাগে পর্যটনবান্ধব দেশ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য কঠোর হচ্ছে দেশটির ভিসা নীতি। মোটা অংকের ডলার জামানত রেখে তবেই তারা পাবেন আরাধ্য যুক্তরাষ্ট্রের ভিসা।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।