বিডিজেন ডেস্ক
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনায় তাইওয়ানের চায়না এয়ারলাইনস, কোরিয়ান এয়ারসহ বেশ কয়েকটি এশীয় বিমান সংস্থা বুধবার (৭ মে) জানিয়েছে, তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের অনেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ভারতের হামলার পর ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতের আকাশপথে বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আকাশপথে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের হামলার সময় পাকিস্তানের আকাশসীমায় ৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, ভারতের এ পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যিক ফ্লাইটের জন্য ‘গভীর ঝুঁকি সৃষ্টি করেছে’ এবং এতে ‘নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে’।
পাকিস্তানের এমন প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত কয়েক দিনে ভারত ও পাকিস্তান একে অপরের বিমান সংস্থার জন্য নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় লুফথানসার মতো আন্তর্জাতিক বিমান সেবা সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে।
ভারত ও পাকিস্তান দুই দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটেছে। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত তারা ১৬৫টি ফ্লাইট বাতিল করেছে। কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটেছে ১ দশমিক ১ শতাংশ। ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ার ফলে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও আকাসা এয়ারের ফ্লাইটও বাতিল হয়েছে।
বিমান চলাচল নজরদারি সেবা ফ্লাইটরাডার২৪ পর্যবেক্ষণ করে দেখা যায়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পাকিস্তানের আকাশসীমায় কয়েকটি ফ্লাইট ছাড়া বেসামরিক বিমান প্রায় নেই বললেই চলে।
সময়সূচির পরিবর্তন
বিমান সংস্থাগুলোর ফ্লাইটের সময়সূচির রদবদল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের উড়োজাহাজ চলাচলকে আরও জটিল করে তুলবে।
ডাচ বিমান সংস্থা কেএলএমের এক মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পাকিস্তানের ওপর দিয়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখবে। সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, তারা ৬ মে থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ রেখেছে।
কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা বুধবার থেকে সিউল–ইনচন-দুবাই রুটের ফ্লাইট ঘুরিয়ে দিচ্ছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তারা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে দক্ষিণের একটি বিকল্প পথ ব্যবহার করছে।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, বুধবার ভোর থেকে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট নতুন রুটে চলাচল করছে। চায়না এয়ারলাইনস জানিয়েছে, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, রোমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে আসা-যাওয়া করা ফ্লাইটগুলো ব্যাহত হয়েছে।
ভারত থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো দীর্ঘতর রুট ব্যবহার করছে। ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, দিল্লি থেকে ফ্রাঙ্কফুর্টগামী লুফথানসা ফ্লাইট এলএইচ৭৬১ আগের তুলনায় প্রায় আধা ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছেছে।
যুদ্ধ ও সংঘাতের কারণে এশিয়া প্যাসিফিক এয়ারলাইনস অ্যাসোসিয়েশন বিমান চলাচলের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শুধু খরচ ও কার্যক্রমের সমস্যা নয়, নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, সংঘাতপূর্ণ আকাশসীমায় ফ্লাইট পরিচালনার সময় ‘জিপিএস স্পুফিং’ বেসামরিক বিমান চলাচল শিল্পের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনায় তাইওয়ানের চায়না এয়ারলাইনস, কোরিয়ান এয়ারসহ বেশ কয়েকটি এশীয় বিমান সংস্থা বুধবার (৭ মে) জানিয়েছে, তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের অনেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
ভারতের হামলার পর ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতের আকাশপথে বিভিন্ন বিমান সংস্থার ফ্লাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আকাশপথে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের হামলার সময় পাকিস্তানের আকাশসীমায় ৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, ভারতের এ পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যিক ফ্লাইটের জন্য ‘গভীর ঝুঁকি সৃষ্টি করেছে’ এবং এতে ‘নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে’।
পাকিস্তানের এমন প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত কয়েক দিনে ভারত ও পাকিস্তান একে অপরের বিমান সংস্থার জন্য নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় লুফথানসার মতো আন্তর্জাতিক বিমান সেবা সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে।
ভারত ও পাকিস্তান দুই দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটেছে। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত তারা ১৬৫টি ফ্লাইট বাতিল করেছে। কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটেছে ১ দশমিক ১ শতাংশ। ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ার ফলে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও আকাসা এয়ারের ফ্লাইটও বাতিল হয়েছে।
বিমান চলাচল নজরদারি সেবা ফ্লাইটরাডার২৪ পর্যবেক্ষণ করে দেখা যায়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পাকিস্তানের আকাশসীমায় কয়েকটি ফ্লাইট ছাড়া বেসামরিক বিমান প্রায় নেই বললেই চলে।
সময়সূচির পরিবর্তন
বিমান সংস্থাগুলোর ফ্লাইটের সময়সূচির রদবদল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের উড়োজাহাজ চলাচলকে আরও জটিল করে তুলবে।
ডাচ বিমান সংস্থা কেএলএমের এক মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পাকিস্তানের ওপর দিয়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখবে। সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, তারা ৬ মে থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ রেখেছে।
কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা বুধবার থেকে সিউল–ইনচন-দুবাই রুটের ফ্লাইট ঘুরিয়ে দিচ্ছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তারা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে দক্ষিণের একটি বিকল্প পথ ব্যবহার করছে।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, বুধবার ভোর থেকে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট নতুন রুটে চলাচল করছে। চায়না এয়ারলাইনস জানিয়েছে, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, রোমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে আসা-যাওয়া করা ফ্লাইটগুলো ব্যাহত হয়েছে।
ভারত থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো দীর্ঘতর রুট ব্যবহার করছে। ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, দিল্লি থেকে ফ্রাঙ্কফুর্টগামী লুফথানসা ফ্লাইট এলএইচ৭৬১ আগের তুলনায় প্রায় আধা ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছেছে।
যুদ্ধ ও সংঘাতের কারণে এশিয়া প্যাসিফিক এয়ারলাইনস অ্যাসোসিয়েশন বিমান চলাচলের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শুধু খরচ ও কার্যক্রমের সমস্যা নয়, নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, সংঘাতপূর্ণ আকাশসীমায় ফ্লাইট পরিচালনার সময় ‘জিপিএস স্পুফিং’ বেসামরিক বিমান চলাচল শিল্পের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।