

বিডিজেন ডেস্ক

ফিলিস্তিনের গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধের সময় বন্ধ থাকা স্কুলটি বাস্তুচ্যুতদের বাসস্থান ছিল।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে যেটি ইসরায়েলে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করতে’ ব্যবহার করা হতো।
হামাস সামরিক উদ্দেশ্যে স্কুল এবং অন্য বেসামরিক এলাকা ব্যবহার করার কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-জায়তুন এলাকায় শনিবারের হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও ছয়জন নারী রয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি একই মৃতের সংখ্যা জানিয়েছে এবং যোগ করেছে যে একজন নারী গর্ভবতী ছিলেন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, দক্ষিণ গাজার মুসাবাহ এলাকায় স্বাস্থ্য মন্ত্রকের গুদামে ইসরায়েলি হামলায় তাদের চার কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি বিমান হামলা কি না তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
বিবিসি নিহত স্বাস্থ্যকর্মীদের প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য আইডিএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে।
৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজার বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সূত্র: বিবিসি

ফিলিস্তিনের গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধের সময় বন্ধ থাকা স্কুলটি বাস্তুচ্যুতদের বাসস্থান ছিল।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে যেটি ইসরায়েলে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করতে’ ব্যবহার করা হতো।
হামাস সামরিক উদ্দেশ্যে স্কুল এবং অন্য বেসামরিক এলাকা ব্যবহার করার কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-জায়তুন এলাকায় শনিবারের হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও ছয়জন নারী রয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি একই মৃতের সংখ্যা জানিয়েছে এবং যোগ করেছে যে একজন নারী গর্ভবতী ছিলেন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, দক্ষিণ গাজার মুসাবাহ এলাকায় স্বাস্থ্য মন্ত্রকের গুদামে ইসরায়েলি হামলায় তাদের চার কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি বিমান হামলা কি না তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
বিবিসি নিহত স্বাস্থ্যকর্মীদের প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য আইডিএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে।
৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজার বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সূত্র: বিবিসি
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।