
মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

কানাডা সরকার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নতুন পরামর্শ জারি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ভ্রমণে কানাডীয় নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে কিছু নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণকারীদের সর্বদা সতর্ক থাকতে, স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
ভ্রমণ পরামর্শে আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত এবং শুধুমাত্র জরুরি প্রয়োজনেই বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরও নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
এ ছাড়া, পরিস্থিতি খারাপ হলে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কানাডা সরকারের ভ্রমণ পরামর্শ ৪টি স্তরে ভাগ করা হয়।
১. স্বাভাবিক সতর্কতা
২. উচ্চমাত্রার সতর্কতা
৩. অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো
৪. সব ধরনের ভ্রমণ এড়ানো
বাংলাদেশের জন্য বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্তরের সতর্কতা কার্যকর রয়েছে।

কানাডা সরকার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নতুন পরামর্শ জারি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ভ্রমণে কানাডীয় নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে কিছু নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণকারীদের সর্বদা সতর্ক থাকতে, স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
ভ্রমণ পরামর্শে আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত এবং শুধুমাত্র জরুরি প্রয়োজনেই বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরও নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
এ ছাড়া, পরিস্থিতি খারাপ হলে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কানাডা সরকারের ভ্রমণ পরামর্শ ৪টি স্তরে ভাগ করা হয়।
১. স্বাভাবিক সতর্কতা
২. উচ্চমাত্রার সতর্কতা
৩. অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো
৪. সব ধরনের ভ্রমণ এড়ানো
বাংলাদেশের জন্য বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্তরের সতর্কতা কার্যকর রয়েছে।
জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
২ দিন আগে