বিডিজেন ডেস্ক
সৌদি আরবকে ২০২৫-২৭ সালের জন্য মানবাধিকার পরিষদ এইচআরসির সদস্য করতে জাতিসংঘে ভোট হয়েছিল বুধবার। তাতে আসন পায়নি সৌদি আরব। সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুধু এবার নয়, আগেও একবার সৌদির সঙ্গে এমন হয়েছে। সৌদির পক্ষে ২০২০ সালে আসন যায়নি। ৪৭ সদস্য দেশের মধ্যে জায়গা হয়নি তাদের। এবারও গোপন ব্যালটের ভোটে সবার শেষে অবস্থান হয়েছে সৌদির।
এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৫টি আসন বরাদ্দ ছিল মানবাধিকার পরিষদ এইচআরসির। প্রতিযোগিতায় ছিল ৬টি দেশ। এর মধ্যে ১১৭টি ভোট পেয়েছে সৌদি। কিন্তু প্রথম পাঁচে জায়গা হয়নি।
এই সংবাদকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, এতে প্রমাণিত হয় যে সৌদি আরব মানবাধিকার পরিস্থিতি ঠিক করতে কার্যকর কোনো চেষ্টা করছে না।
এ বছর সৌদি আরবে ২১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে দাবি করেন মানবাধিকার গোষ্ঠী রিপ্রিভের পরিচালক মায়া ফোয়া। তিনি বলেন, মাদক অপরাধী এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ানো যাদের একমাত্র অপরাধ ছিল, এমন লোকদেরসহ প্রতিদিনই হত্যা করা হচ্ছে সৌদিতে।
সৌদি আরবকে ২০২৫-২৭ সালের জন্য মানবাধিকার পরিষদ এইচআরসির সদস্য করতে জাতিসংঘে ভোট হয়েছিল বুধবার। তাতে আসন পায়নি সৌদি আরব। সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুধু এবার নয়, আগেও একবার সৌদির সঙ্গে এমন হয়েছে। সৌদির পক্ষে ২০২০ সালে আসন যায়নি। ৪৭ সদস্য দেশের মধ্যে জায়গা হয়নি তাদের। এবারও গোপন ব্যালটের ভোটে সবার শেষে অবস্থান হয়েছে সৌদির।
এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৫টি আসন বরাদ্দ ছিল মানবাধিকার পরিষদ এইচআরসির। প্রতিযোগিতায় ছিল ৬টি দেশ। এর মধ্যে ১১৭টি ভোট পেয়েছে সৌদি। কিন্তু প্রথম পাঁচে জায়গা হয়নি।
এই সংবাদকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, এতে প্রমাণিত হয় যে সৌদি আরব মানবাধিকার পরিস্থিতি ঠিক করতে কার্যকর কোনো চেষ্টা করছে না।
এ বছর সৌদি আরবে ২১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে দাবি করেন মানবাধিকার গোষ্ঠী রিপ্রিভের পরিচালক মায়া ফোয়া। তিনি বলেন, মাদক অপরাধী এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ানো যাদের একমাত্র অপরাধ ছিল, এমন লোকদেরসহ প্রতিদিনই হত্যা করা হচ্ছে সৌদিতে।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।