
বিডিজেন ডেস্ক

তিন সপ্তাহে সাড়ে চার হাজারের বেশি নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত সরকার। নাগরিকত্ব ধরে রাখার যোগ্যতা যাচাই করে এমন একটি সরকারি কমিটি বলছে, এসব নাগরিক জালিয়াতির মাধ্যমে কুয়েতের নাগরিকত্ব নিয়েছে অথবা তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
ওই কমিটি স্থানীয় সংবাদমাধ্যম আলমাজলিসকে জানায়, তারা এ পর্যন্ত ৭ হাজার ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। এ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বৈত নাগরিকত্বধারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের ধরতে একটি হটলাইন চালু করেছে। এমন কারও বিষয়ে জানা থাকলে সাধারণ জনগণকে ওই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নাম গোপন রাখা হবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জালিয়াতি করে নাগরিকত্ব গ্রহণ ও দ্বৈত নাগরিকত্ব থাকায় গত মার্চ থেকে এরইমধ্যে কুয়েতে শত শত মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে।
কুয়েতের সংবাদমাধ্যম আল রাই জানায়, গত সপ্তাহে অ্যাড-হক কমিটি ১ হাজার ৬৪৭ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহে দেশট কুয়েতে ৪ হাজার ৬০১ জনের নাগরিকত্ব বাতিল করা হলো।
সম্প্রতি কুয়েতের গণমাধ্যমে বেশ কয়েকজন বিদেশির অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব অর্জনের বিষয়টি সামনে আনে। তাদের মধ্যে কয়েকজনকে এরইমধ্যে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিন সপ্তাহে সাড়ে চার হাজারের বেশি নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত সরকার। নাগরিকত্ব ধরে রাখার যোগ্যতা যাচাই করে এমন একটি সরকারি কমিটি বলছে, এসব নাগরিক জালিয়াতির মাধ্যমে কুয়েতের নাগরিকত্ব নিয়েছে অথবা তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
ওই কমিটি স্থানীয় সংবাদমাধ্যম আলমাজলিসকে জানায়, তারা এ পর্যন্ত ৭ হাজার ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। এ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বৈত নাগরিকত্বধারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের ধরতে একটি হটলাইন চালু করেছে। এমন কারও বিষয়ে জানা থাকলে সাধারণ জনগণকে ওই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নাম গোপন রাখা হবে বলেও জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জালিয়াতি করে নাগরিকত্ব গ্রহণ ও দ্বৈত নাগরিকত্ব থাকায় গত মার্চ থেকে এরইমধ্যে কুয়েতে শত শত মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে।
কুয়েতের সংবাদমাধ্যম আল রাই জানায়, গত সপ্তাহে অ্যাড-হক কমিটি ১ হাজার ৬৪৭ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহে দেশট কুয়েতে ৪ হাজার ৬০১ জনের নাগরিকত্ব বাতিল করা হলো।
সম্প্রতি কুয়েতের গণমাধ্যমে বেশ কয়েকজন বিদেশির অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব অর্জনের বিষয়টি সামনে আনে। তাদের মধ্যে কয়েকজনকে এরইমধ্যে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”
গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।
এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।
২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।