বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের ২ নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের আদালতে অভিযুক্তদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার মধ্যে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের ২ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে।
আদালত শুনানি শেষে অভিযুক্তদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের ২ নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের আদালতে অভিযুক্তদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার মধ্যে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের ২ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে।
আদালত শুনানি শেষে অভিযুক্তদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।