যুদ্ধ পরিস্থিতি
প্রতিবেদক, বিডিজেন
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।
বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।
বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সিঙ্গাপুরের ব্যস্ততম একটি সড়কে হঠাৎ তৈরি হওয়া এক সুবিশাল গর্তে গাড়িসহ পড়ে যান এক নারী। সড়কের পাশে কর্মরত একদল নির্মাণশ্রমিক রীতিমতো ফিল্মি কায়দায় উদ্ধার করেন তাকে। গর্তের ভেতর থেকে ওই নারীকে উদ্ধারে শ্রমিকদের সময় লেগেছে ৫ মিনিটেরও কম।