logo
প্রবাসের খবর

আইপিএল স্থগিত করে দিল ভারত

যুদ্ধ পরিস্থিতি

প্রতিবেদক, বিডিজেন০৯ মে ২০২৫
Copied!
আইপিএল স্থগিত করে দিল ভারত
গতকাল ধর্মশালা স্টেডিয়ামে নিষ্প্রদীপ পরিস্থিতি

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।

বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১০ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৮ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৮ ঘণ্টা আগে