logo
প্রবাসের খবর

আইপিএল স্থগিত করে দিল ভারত

যুদ্ধ পরিস্থিতি

প্রতিবেদক, বিডিজেন০৯ মে ২০২৫
Copied!
আইপিএল স্থগিত করে দিল ভারত
গতকাল ধর্মশালা স্টেডিয়ামে নিষ্প্রদীপ পরিস্থিতি

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।

বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও দেখুন

বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা আবেদন একযোগে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার

বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।

৩ ঘণ্টা আগে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

২ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

২ দিন আগে