
বিডিজেন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে হামলা করেছে ইরান। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ এই মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলে গত এক বছরের বেশি সময় ধরেই সংকট প্রবল। এর মধ্যেই ইসরায়েলে ইরানে হামলার পর এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর জেরে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুডের দাম এ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে গতকাল বুধবার। দাম ৩.৩ শতাংশ বা ২.৪২ মার্কিন ডলার বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫.৯৮ ডলার। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.৫ শতাংশ বা ২.৪৭ ডলার বেড়ে হয়েছে ৭২.৩০ ডলার।
দাম বেড়ে যাওয়ার ব্যাপারে ইরান-ইসরায়েল উত্তেজনার কথা উল্লেখ করে ওয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা বলেন, ইসরায়েল হামলা চালালে ইরানের তেল সংক্রান্ত অবকাঠামোর ক্ষতি হতে পারে।
এই সংঘাতের কারণে তেল সরবরাহকারী প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভার্গা। তিনি বলেন, কোনো ধরনের পদক্ষেপ নিলেই তেলের দাম আরও বেড়ে যাবে।
এর আগে গত আগস্টে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ তেল সরবরাহ করেছিল ইরান। তবে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এবার সংকটে পড়তে হতে পারে বিশ্বকে।

লেবাননে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে হামলা করেছে ইরান। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ এই মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলে গত এক বছরের বেশি সময় ধরেই সংকট প্রবল। এর মধ্যেই ইসরায়েলে ইরানে হামলার পর এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর জেরে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুডের দাম এ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে গতকাল বুধবার। দাম ৩.৩ শতাংশ বা ২.৪২ মার্কিন ডলার বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫.৯৮ ডলার। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.৫ শতাংশ বা ২.৪৭ ডলার বেড়ে হয়েছে ৭২.৩০ ডলার।
দাম বেড়ে যাওয়ার ব্যাপারে ইরান-ইসরায়েল উত্তেজনার কথা উল্লেখ করে ওয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা বলেন, ইসরায়েল হামলা চালালে ইরানের তেল সংক্রান্ত অবকাঠামোর ক্ষতি হতে পারে।
এই সংঘাতের কারণে তেল সরবরাহকারী প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভার্গা। তিনি বলেন, কোনো ধরনের পদক্ষেপ নিলেই তেলের দাম আরও বেড়ে যাবে।
এর আগে গত আগস্টে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ তেল সরবরাহ করেছিল ইরান। তবে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এবার সংকটে পড়তে হতে পারে বিশ্বকে।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।