
বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এর আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোর্ত্তীণ, অনিয়মিত ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।
এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার ২২ দিন পার হলেও অবৈধ বাংলাদেশি বিশেষত শারজাহ ও আজমানে অনেকে এখনো ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেননি।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের ভিসার মেয়াদ আমিরাতের কোনো প্রদেশ থেকে আর নবায়ন করা হচ্ছে না। এতে অনেক প্রবাসী সমস্যায় পড়েছেন। কীভাবে এই সমস্যার সমাধান হবে, সে ব্যাপারে অনেকে অবগত নন। সমস্যার সমাধান কীভাবে হবে, তারা ভেবে পাচ্ছেন না।
এ ব্যাপারে কয়েকজন যোগাযোগ করেছিলেন বাংলাদেশ মিশনে। তারা মিশন থেকে কোনো সহযোগিতা পাননি। এ ছাড়া, মিশনে অন্য সেবা নিতে এসেও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক প্রবাসী।
জানা গেছে, আমিরাতে বাংলাদেশের দুই মিশনে ১০ বছর মেয়াদি নতুন ই-পাসপোর্টের জন্য ৫১০ দিরহাম নেওয়া হয়। কিন্তু পাসপোর্ট দ্রুত আবেদনকারীর কাছে পার্সেলের মাধ্যমে পাঠানোর জন্য তাদের থেকে বাড়তি ২০০ দিরহাম নেওয়া হচ্ছে।
কিছু প্রবাসী অভিযোগ করেছেন, ই–পাসপোর্টের জন্য বাংলাদেশের চেয়ে তাদের প্রায় তিনগুণ টাকা খরচ করতে হচ্ছে।
এদিকে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আবুধাবির মিশনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ই–পাসপোর্টের ২ হাজার ৯৬৬টি আবেদন জমা পড়েছে। এমআরপি নবায়নের আবেদন জমা পড়েছে ১ হাজার ৮৯৫টি।
অন্যদিকে দুবাইয়ের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৮২টি ই-পাসপোর্টের এবং এমআরপি নবায়নের ১ হাজার ২৭৪টি আবেদন করা হয়েছে।
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে বেশির ভাগ পাসপোর্ট দুবাইয়ে পৌঁছাবে। পাওয়ামাত্র তারা সেবাগ্রহীতাদের কাছে পাসপোর্ট পৌঁছে দেবেন।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এর আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদোর্ত্তীণ, অনিয়মিত ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।
এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার ২২ দিন পার হলেও অবৈধ বাংলাদেশি বিশেষত শারজাহ ও আজমানে অনেকে এখনো ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেননি।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদের ভিসার মেয়াদ আমিরাতের কোনো প্রদেশ থেকে আর নবায়ন করা হচ্ছে না। এতে অনেক প্রবাসী সমস্যায় পড়েছেন। কীভাবে এই সমস্যার সমাধান হবে, সে ব্যাপারে অনেকে অবগত নন। সমস্যার সমাধান কীভাবে হবে, তারা ভেবে পাচ্ছেন না।
এ ব্যাপারে কয়েকজন যোগাযোগ করেছিলেন বাংলাদেশ মিশনে। তারা মিশন থেকে কোনো সহযোগিতা পাননি। এ ছাড়া, মিশনে অন্য সেবা নিতে এসেও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক প্রবাসী।
জানা গেছে, আমিরাতে বাংলাদেশের দুই মিশনে ১০ বছর মেয়াদি নতুন ই-পাসপোর্টের জন্য ৫১০ দিরহাম নেওয়া হয়। কিন্তু পাসপোর্ট দ্রুত আবেদনকারীর কাছে পার্সেলের মাধ্যমে পাঠানোর জন্য তাদের থেকে বাড়তি ২০০ দিরহাম নেওয়া হচ্ছে।
কিছু প্রবাসী অভিযোগ করেছেন, ই–পাসপোর্টের জন্য বাংলাদেশের চেয়ে তাদের প্রায় তিনগুণ টাকা খরচ করতে হচ্ছে।
এদিকে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আবুধাবির মিশনে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ই–পাসপোর্টের ২ হাজার ৯৬৬টি আবেদন জমা পড়েছে। এমআরপি নবায়নের আবেদন জমা পড়েছে ১ হাজার ৮৯৫টি।
অন্যদিকে দুবাইয়ের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৮২টি ই-পাসপোর্টের এবং এমআরপি নবায়নের ১ হাজার ২৭৪টি আবেদন করা হয়েছে।
দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে বেশির ভাগ পাসপোর্ট দুবাইয়ে পৌঁছাবে। পাওয়ামাত্র তারা সেবাগ্রহীতাদের কাছে পাসপোর্ট পৌঁছে দেবেন।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।