logo
প্রবাসের খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় তেলের দামের সাপ্তাহিক বৃদ্ধি এক বছরে সর্বোচ্চ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় তেলের দামের সাপ্তাহিক বৃদ্ধি এক বছরে সর্বোচ্চ

বিশ্ববাজারে আবার অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে সপ্তাহের ভিত্তিতে তেলের দাম যে পরিমান বেড়েছে, তা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক বক্তব্যের পর এই বৃদ্ধির হার কিছুটা কমেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বেড়ে ৭৮ দশমিক ০৫ ডলারে দাঁড়ায়। বৈশ্বিক তেলের বাজারে আরেক বেঞ্চমার্ক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে প্রতি ব্যারেলে ৬৭ সেন্ট। দিন শেষে এই তেলের দাম দাঁড়ায় ৭৪ দশমিক ৩৮ ডলার।

ইরান মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক সপ্তাহ আগে তেহরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহর হত্যার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেলের বাজার বিশেষজ্ঞরা এর পর থেকে ক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলবে।

শুক্রবারে এক পর্যায়ে তেলের দাম ২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট বাইডেন ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিরুৎসাহিত করার পর তেলের দাম খানিকটা কমে আসে। বাইডেন বলেন, তিনি যদি ইসরায়েলিদের অবস্থানে থাকতেন, তাহলে তিনি ইরানের তেলক্ষেত্র আক্রমণ না করে বিকল্প কিছু ভাবতেন।

বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম নির্ধারক বেঞ্চমার্কগুলো ৫ শতাংশের বেশি বেড়ে যায়। বাইডেন ইসরায়েলের সঙ্গে আলোচনা করছেন, এমন খবর প্রকাশিত হওয়ার পর তেলের দামে উল্লম্ফন ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন নিশ্চিত করেছিলেন যে ইরানের তেল অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন জানাবেন কি না, তা নিয়েই তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনা করছেন।

সপ্তাহের ভিত্তিতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশের বেশি। ২০২৩ সালের জানুয়ারির পর এই তেলের দাম এতটা বাড়েনি। অন্যদিকে এ সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ, যা ২০২৩ সালের মার্চের পর সবচেয়ে বেশি।

জেপি মর্গানের কমোডিটি বিশ্লেষকেরা এক নোটে লিখেছেন, ইরানের তেল অবকাঠামোতে হামলা ইসরায়েলের পছন্দের বিষয় হবে না। তারপরও বিশ্বে তেলের দাম বেড়ে যাবে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ যথেষ্ট পরিমাণ তেল মজুত করে রাখেনি। যত দিন না এই সংঘাতের অবসান না ঘটছে, তত দিন দাম বাড়তে থাকবে বলেই সম্ভাবনা রয়েছে।

জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের সূত্রে জেপি মর্গানের কমোডিটি বিশ্লেষকেরা আরও বলেন, গত বছরে বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ তেলের মজুত ছিল, এখন মজুত তার চেয়ে কম। গত বছর এই সময়ে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৯২ ডলার। দেশে দেশে মজুত তেলের পরিমাণ ৪৪০ কোটি ব্যারেল, যা সর্বনিম্ন মজুতের একটি রেকর্ড।

তেলের বাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টোনএক্স পূর্বাভাস দিয়ে বলেছে, ইরানের তেল অবকাঠামোতে আঘাত হানা হলে বিশ্ববাজারে তেলের দাম ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে আসেন। তখন তিনি ইসরায়েলবিরোধী আরও সংগ্রামের ডাক দেন। ইরানের আধা সরকারি এসএনএন বার্তা সংস্থা বিপ্লবী গার্ডের উপ–অধিনায়ক আলী ফাদাবিকে উদ্ধৃত করে বলেছে, ইরানের তেল অবকাঠামোতে আক্রমণ চালানো হলে তেহরান ইসরায়েলের জ্বালানি ও গ্যাস অবকাঠামোতে হামলা চালাবে।

ইরান ওপেক প্লাসের সদস্য। দেশটি প্রতিদিন ৩২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বিশ্বে উৎপাদিত তেলের ৩ শতাংশ। ইরানি তেলের সরবরাহ ব্যাহত হলে ওপেক গোষ্ঠীর বাকি সদস্যরা তাদের অব্যবহৃত সক্ষমতা ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে ঘাটতি পূরণ করতে পারে। সে ক্ষেত্রে তেলের দাম খুব বেশি বাড়বে না বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাডের বিশ্লেষকেরা।

লিবিয়ায়ও তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কেটেছে। দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকার ও ত্রিপোলিতে অবস্থিত ন্যাশনাল অয়েল করপোরেশন বৃহস্পতিবার জানিয়েছে, সব তেলক্ষেত্রে ও রপ্তানি অবকাঠামো পুরোদমে চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে কে থাকবেন, এ নিয়ে তেলের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১৪ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

২০ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১ দিন আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১ দিন আগে