logo
প্রবাসের খবর

হামাস সরকারের প্রধানসহ তিন নেতার নিহতের দাবি আইডিএফের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
হামাস সরকারের প্রধানসহ তিন নেতার নিহতের দাবি আইডিএফের
হামাস সরকারের প্রধানসহ তিন নেতার নিহতের দাবি আইডিএফের। ছবি: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলি হামলায় গাজা ভূখন্ডের হামাসের সিনিয়র কর্মকর্তা রাভি মুশতাহা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। রাভি হামাস সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলেও জানিয়েছে আইডিএফ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, তিন মাস আগে চালানো হামলায় রাভি মুশতাহাসহ হামাসের আরও দুজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিহত অপর দুজন হলেন হামাসের নিরাপত্তা ব্যুরোর প্রধান সামেহ আল-সিরাজ এবং হামাসের ‘জেনারেল সিকিউরিটি মেকানিজম’–এর প্রধান শামি উদেহ।

আইডিএফ নিশ্চিত করছে, তিন মাস আগে যুদ্ধবিমান দিয়ে ওই হামলাটি চালানো হয়েছিল। উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় একটি সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় এই তিনজনই নিহত হয়েছেন।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে তিন কর্মকর্তা ওই সুড়ঙ্গেই অবস্থান করছিলেন।

ইসরায়েলি বাহিনী সুড়ঙ্গটিকে ‘একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ স্থাপনা’ হিসেবে বর্ণনা করেছে যা ‘হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’ হিসেবে কাজ করছিল।

হামাস অবশ্য শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে আইডিএফ বলছে, হামাস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্ষমতা হ্রাস রোধ করতে তাদের ক্ষয়ক্ষতি ও নেতাদের নিহতের খবরটি সামনে আনেনি।

আইডিএফ জানিয়েছে, মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত এবং তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। হামাস যোদ্ধাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি। তাঁকে গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

আইডিএফ-এর মতে, মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে ইসরায়েলের একটি কারাগারে শাস্তি ভোগ করেছিলেন এবং পরবর্তীতে একসঙ্গে হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসকে নির্মূল অভিযানে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১১ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৯ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৯ ঘণ্টা আগে