logo
প্রবাসের খবর

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। এতে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের বেশ সুবিধা হয়। কিন্তু কুয়েত থেকে কোনো এয়ারলাইনসের ফ্লাইট না থাকায় চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের দেশে যেতে হয় ঢাকা হয়ে। আবার ফিরতেও হয় ঢাকা হয়ে। ফলে তাদের বেশ সময় অপচয় এবং ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় কুয়েত থেকে চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এক সভায় বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশনের নেতারা এ দাবি জানান।

সভায় বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট আবার চালুসহ বিগত সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৭০ হাজারের ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সপ্তাহে সরাসরি একটি ফ্লাইট ছিল। ২০১৯ সালে করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ করার পর পরবর্তীতে আবার সেসব ফ্লাইট চালু হলেও কুয়েত থেকে চট্টগ্রামের সেই ফ্লাইটটি আর চালু হয়নি। বন্ধ হওয়ার পর থেকে কুয়েতে নোয়াখালী ফেনীসহ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীরা ফ্লাইটটি চালু করার দাবি করে আসছেন।

কিন্তু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের কোনো দাবিই আমলে নেয়নি বিমান কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সরকার। এ ছাড়া, আল জাজিরা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইনসের কুয়েত থেকে দীর্ঘ যাত্রাবিরতি দিয়ে চট্টগ্রামের ফ্লাইট থাকলেও তা বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশের রেমিট্যান্স খাতে অগ্রণী ভূমিকা রাখা চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সভায় বক্তারা কুয়েত থেকে সরাসরি বিমানের চট্টগ্রাম ফ্লাইট চালু না হলে রেমিট্যান্স বন্ধের ঘোষণা দেন।

তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইননের কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইটি আবার চালু হলে প্রবাসীদের আর্থিক ক্ষতি ও সময় যেমন বাঁচবে, তেমনি ভোগান্তি কমবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজদৌলাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

অরুষ্ঠানে কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

বক্তব্য দেন হেফাজত ইসলামের কুয়েত শাখার আমির শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী এবং মাওলানা কাজী ইকবাল, মো আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন ও মো. পলাশ।

সঞ্চালনা করেন আবু হানিফ এরশাদ।

আরও পড়ুন

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে