বিডিজেন ডেস্ক
কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সিঙ্গাপুরের ব্যস্ততম একটি সড়কে হঠাৎ তৈরি হওয়া এক সুবিশাল গর্তে গাড়িসহ পড়ে যান এক নারী। সড়কের পাশে কর্মরত একদল নির্মাণশ্রমিক রীতিমতো ফিল্মি কায়দায় উদ্ধার করেন তাকে। গর্তের ভেতর থেকে ওই নারীকে উদ্ধারে শ্রমিকদের সময় লেগেছে ৫ মিনিটেরও কম।