logo
প্রবাসের খবর

রোহিঙ্গা শরণার্থীদের দুটি দল সাগরপথে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ অক্টোবর ২০২৪
Copied!
রোহিঙ্গা শরণার্থীদের দুটি দল সাগরপথে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে
উত্তর সুমাত্রা প্রদেশের পান্তাই লাবু শহরে সাময়িক আশ্রয়কেন্দ্রে কাপড় পরিষ্কার করছেন এক রোহিঙ্গা নারী। ছবি: সংগৃহীত

সাগরপথে ১৪৬ জন রোহিঙ্গা শরণার্থীর একটি দল ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। একটি নৌকায় করে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তারা উত্তর সুমাত্রা প্রদেশের পান্তাই লাবু শহরে পৌঁছায় বলে জানান একজন স্থানীয় কর্মকর্তা। এ ছাড়া, ১০০–এর বেশি রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে আরেকটি নৌকা উপকূল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থান করছে বলেও জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি ইন্দোনেশিয়ার দেলি সেরদাং থেকে এ খবর দিয়েছে।

সরকারি কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল নাসুশনের তথ্যমতে, ১৪৬ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ৬৪ জন, নারী ৬২ জন এবং শিশু ২০। তাদের প্রাথমিকভাবে স্থানীয় জেলার একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সহায়তায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে।

ইউএনএইচসিআরের ইন্দোনেশিয়ার সুরক্ষা সহযোগী ফয়সাল রহমান একটি দল নিয়ে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। সদ্য আসা রোহিঙ্গা শরণার্থীদের কোথায় স্থানান্তরিত করা যায়, তা নিয়ে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন।

মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের শিকার রোহিঙ্গারা মাঝেমধ্যেই নৌকায় করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় যায়। বিশেষ করে অক্টোবর থেকে সাগর শান্ত হতে শুরু করলে তারা নৌকায় করে এসব দেশে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার পথে অনেক সময় নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।

ইউএনএইচসিআরের সুরক্ষা সহযোগী ফয়সাল রহমান জানান, ১০০–এর বেশি রোহিঙ্গাকে বহনকারী আরেকটি নৌকা উপকূল থেকে প্রায় এক মাইল দূরে সাগরে অবস্থান করছে। উত্তর সুমাত্রার পার্শ্ববর্তী দক্ষিণ আচেহ উপকূলে অবস্থানকারী এসব রোহিঙ্গা শরণার্থীকে আজকের মধ্যে উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া ইউএনএইচসিআরে স্বাক্ষরকারী দেশ নয়। তাই দেশটি শরণার্থী প্রার্থীদের আশ্রয় দিতে বাধ্য নয়। দেশটি দাবি জানিয়ে আসছে, তাদের উপকূলীয় অঞ্চলে যেসব রোহিঙ্গা শরণার্থী আসছে, তাদের প্রতিবেশী অন্য দেশগুলোতে স্থানান্তরিত করা হোক। কারণ, তাদের ওপর চাপ বাড়ছে।

২০২৩ সালের ডিসেম্বরে ১০০–এর বেশি রোহিঙ্গা আচেহ উপকূলে আশ্রয় নিয়েছিল। তখন তাদের সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। তবে আচেহবাসীর অনেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল। একসময় তারাও কয়েক দশক ধরে রক্তক্ষয়ী নিপীড়নের শিকার হয়েছিল।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১২ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

২০ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

২১ ঘণ্টা আগে