
বিডিজেন ডেস্ক

ইরান এবার ইসরায়েল নিয়ে আরব বিশ্বের দেশগুলোকেও হুমকি দিল। উপসাগরীয় অঞ্চল ও আরব প্রতিবেশীদের মধ্যে যারা মার্কিন মিত্র দেশ হিসেবে পরিচিত, তাদের হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলায় ইসরায়েলকে সাহায্য করার জন্য নিজেদের অঞ্চল বা আকাশসীমা ব্যবহার করতে দিলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান ও কাতারকে এই হুমকি দেওয়া হয়। এসব দেশে মার্কিন বাহিনী রয়েছে।
এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন ইরানে হামলার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা তেল শোধনাগারসহ বিভিন্ন কাঠামোতে হামলা হতে পারে। আর এমনটি করা হলে ইরানও পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের হুমকির পর আরব বিশ্বের তিনটি দেশ এরই মধ্যে আমেরিকার বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানে হামলা করতে তাদের মাটি কিংবা আকাশসীমা যেন ব্যবহার না করা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছে তারা। তবে এই তিন দেশের নাম প্রকাশ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।
এর মধ্যেই ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১১ অক্টোবর শুক্রবার মার্কিন সরকারের তরফ থেকে বলা হয়েছে, যেসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল ব্যবসা ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার করা হয়ে থাকে।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে।

ইরান এবার ইসরায়েল নিয়ে আরব বিশ্বের দেশগুলোকেও হুমকি দিল। উপসাগরীয় অঞ্চল ও আরব প্রতিবেশীদের মধ্যে যারা মার্কিন মিত্র দেশ হিসেবে পরিচিত, তাদের হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলায় ইসরায়েলকে সাহায্য করার জন্য নিজেদের অঞ্চল বা আকাশসীমা ব্যবহার করতে দিলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান ও কাতারকে এই হুমকি দেওয়া হয়। এসব দেশে মার্কিন বাহিনী রয়েছে।
এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন ইরানে হামলার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা তেল শোধনাগারসহ বিভিন্ন কাঠামোতে হামলা হতে পারে। আর এমনটি করা হলে ইরানও পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের হুমকির পর আরব বিশ্বের তিনটি দেশ এরই মধ্যে আমেরিকার বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানে হামলা করতে তাদের মাটি কিংবা আকাশসীমা যেন ব্যবহার না করা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছে তারা। তবে এই তিন দেশের নাম প্রকাশ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।
এর মধ্যেই ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১১ অক্টোবর শুক্রবার মার্কিন সরকারের তরফ থেকে বলা হয়েছে, যেসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল ব্যবসা ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার করা হয়ে থাকে।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।