বিডিজেন ডেস্ক
অনলাইনে ভুল তথ্যের প্রবাহ রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইবিষয়ক প্রশিক্ষণ দরকার। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এক গবেষণা প্রতিবেদনে এ হুঁশিয়ারি দিয়েছে।
খবর যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার।
ইউনেসকোর প্রতিবেদনে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ কনটেন্ট ক্রিয়েটর (আধেয় নির্মাতা) নিজেদের তথ্যের সঠিকতা যাচাই করেননি। এতে করে তারা নিজেদের ও তাদের অনুসারীদের ভুল তথ্যের ঝুঁকিতে ফেলছেন।
ইউনেসকোর প্রতিবেদনটি তৈরি করতে ৪৫টি দেশ ও অঞ্চলের ৫০০ কনটেন্ট নির্মাতার ওপর জরিপ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলের অধিকাংশই ইউরোপ ও এশিয়ার। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির বয়স ৩৫–এর কম। তাদের বেশির ভাগই ন্যানো-ইনফ্লুয়েন্সার। অর্থাৎ তাদের অনুসারীর সংখ্যা সর্বোচ্চ ১০ হাজার। ইনস্টাগ্রাম ও ফেসবুকই তাদের প্রধান প্ল্যাটফর্ম। তবে জরিপে অংশগ্রহণকারী এক-চতুর্থাংশের অনুসারীর সংখ্যা ছিল সর্বোচ্চ এক লাখ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, তথ্য যাচাইয়ে গুরুত্ব কম দেওয়ায় তাদের (ইনফ্লুয়েন্সার) ভুল তথ্যের ঝুঁকি বেশি। এই প্রবণতা জনবিতর্ক তৈরি এবং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
জরিপে অংশ নেওয়া কনটেন্ট নির্মাতাদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগে তারা তাদের কনটেন্টের সঠিকতা যাচাই করেননি। গবেষণায় এটাও দেখা গেছে যে কনটেন্ট নির্মাতারা সরকারি নথিপত্র ও ওয়েবসাইটের মতো কর্তৃপক্ষীয় সূত্রগুলো সাধারণত ব্যবহার করেন না।
ইনফ্লুয়েন্সারদের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ সূত্র হলো ‘ব্যক্তিগত অভিজ্ঞতা’। সূত্র হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে, কনটেন্ট নির্মাতাদের নিজস্ব গবেষণা বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান রাখেন এমন ব্যক্তির সঙ্গে কথা বলা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, মূলধারা বা মূলধারার বাইরের গণমাধ্যম।
প্রতি ১০ জনের মধ্যে ৪ জন কনটেন্ট নির্মাতা ‘জনপ্রিয়তাকে’ কোনো অনলাইন সূত্রের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে সূত্রটি বিশ্বাসযোগ্য কি না, তা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। কোনো অনলাইন সূত্রের জনপ্রিয়তা বিচার করা হয় ‘লাইক’ ও ‘ভিউ’ দিয়ে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জার্নালিজম ইন দ্য আমেরিকাসের সঙ্গে ইউনেসকোর যৌথভাবে গণমাধ্যম সম্পর্কে সচেতনতাবিষয়ক অনলাইন কোর্স রয়েছে। এতে ‘অনলাইনে কীভাবে বিশ্বস্ত কণ্ঠস্বর হওয়া যাবে’, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কোর্সে তথ্য যাচাই, নির্বাচন, নানা রকম সংকটসহ বিভিন্ন বিষয়ে কীভাবে কনটেন্ট তৈরি করা হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মাসব্যাপী এ কোর্সের জন্য এরই মধ্যে ৯ হাজার ইনফ্লুয়েন্সার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইউনেসকো।
ইউনেসকোর মিডিয়া স্বাক্ষরতা অর্থাৎ গণমাধ্যম সম্পর্কে জানাশোনাবিষয়ক বিশেষজ্ঞ অ্যাডলিন হুলিন বলেন, তাঁদের কাজ সাংবাদিকতা হিসেবে গণ্য হতে পারে, এটা জেনে কিছু ইনফ্লুয়েন্সার অবাক হয়েছেন।
ফরাসি সাংবাদিক ও জনপ্রিয় ‘নিউজ ইনফ্লুয়েন্সার’ সালোমে সাকু বলেন, অনেক কনটেন্ট নির্মাতা সাংবাদিকতা চর্চার সঙ্গে পরিচিত ছিলেন না। নিজেদের কাজের কী প্রভাব হতে পারে, সে সম্পর্ক তাদের ভালো বোঝাপড়া দরকার।
কনটেন্ট নির্মাতাদের এক-চতুর্থাংশের বেশি নিজ দেশে তাদের কাজসংক্রান্ত আইনবিধিগুলো সম্পর্কে সচেতন নন। জরিপে অংশগ্রহণকারী কনটেন্ট নির্মাতাদের কেবল অর্ধেক পৃষ্ঠপোষক, দাতা ও তহবিলের উৎস সম্পর্কে দর্শকদের স্পষ্ট তথ্য দেন। কোনো কনটেন্ট নির্মাণে কারও কাছ থেকে অর্থ নেওয়া হলে তা দর্শককে খুলে বলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাধ্যতামূলক।
অনলাইনে ভুল তথ্যের প্রবাহ রোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইবিষয়ক প্রশিক্ষণ দরকার। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এক গবেষণা প্রতিবেদনে এ হুঁশিয়ারি দিয়েছে।
খবর যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার।
ইউনেসকোর প্রতিবেদনে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ কনটেন্ট ক্রিয়েটর (আধেয় নির্মাতা) নিজেদের তথ্যের সঠিকতা যাচাই করেননি। এতে করে তারা নিজেদের ও তাদের অনুসারীদের ভুল তথ্যের ঝুঁকিতে ফেলছেন।
ইউনেসকোর প্রতিবেদনটি তৈরি করতে ৪৫টি দেশ ও অঞ্চলের ৫০০ কনটেন্ট নির্মাতার ওপর জরিপ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলের অধিকাংশই ইউরোপ ও এশিয়ার। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির বয়স ৩৫–এর কম। তাদের বেশির ভাগই ন্যানো-ইনফ্লুয়েন্সার। অর্থাৎ তাদের অনুসারীর সংখ্যা সর্বোচ্চ ১০ হাজার। ইনস্টাগ্রাম ও ফেসবুকই তাদের প্রধান প্ল্যাটফর্ম। তবে জরিপে অংশগ্রহণকারী এক-চতুর্থাংশের অনুসারীর সংখ্যা ছিল সর্বোচ্চ এক লাখ।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, তথ্য যাচাইয়ে গুরুত্ব কম দেওয়ায় তাদের (ইনফ্লুয়েন্সার) ভুল তথ্যের ঝুঁকি বেশি। এই প্রবণতা জনবিতর্ক তৈরি এবং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
জরিপে অংশ নেওয়া কনটেন্ট নির্মাতাদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগে তারা তাদের কনটেন্টের সঠিকতা যাচাই করেননি। গবেষণায় এটাও দেখা গেছে যে কনটেন্ট নির্মাতারা সরকারি নথিপত্র ও ওয়েবসাইটের মতো কর্তৃপক্ষীয় সূত্রগুলো সাধারণত ব্যবহার করেন না।
ইনফ্লুয়েন্সারদের কাছে সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ সূত্র হলো ‘ব্যক্তিগত অভিজ্ঞতা’। সূত্র হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে, কনটেন্ট নির্মাতাদের নিজস্ব গবেষণা বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান রাখেন এমন ব্যক্তির সঙ্গে কথা বলা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, মূলধারা বা মূলধারার বাইরের গণমাধ্যম।
প্রতি ১০ জনের মধ্যে ৪ জন কনটেন্ট নির্মাতা ‘জনপ্রিয়তাকে’ কোনো অনলাইন সূত্রের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে সূত্রটি বিশ্বাসযোগ্য কি না, তা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। কোনো অনলাইন সূত্রের জনপ্রিয়তা বিচার করা হয় ‘লাইক’ ও ‘ভিউ’ দিয়ে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জার্নালিজম ইন দ্য আমেরিকাসের সঙ্গে ইউনেসকোর যৌথভাবে গণমাধ্যম সম্পর্কে সচেতনতাবিষয়ক অনলাইন কোর্স রয়েছে। এতে ‘অনলাইনে কীভাবে বিশ্বস্ত কণ্ঠস্বর হওয়া যাবে’, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কোর্সে তথ্য যাচাই, নির্বাচন, নানা রকম সংকটসহ বিভিন্ন বিষয়ে কীভাবে কনটেন্ট তৈরি করা হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মাসব্যাপী এ কোর্সের জন্য এরই মধ্যে ৯ হাজার ইনফ্লুয়েন্সার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইউনেসকো।
ইউনেসকোর মিডিয়া স্বাক্ষরতা অর্থাৎ গণমাধ্যম সম্পর্কে জানাশোনাবিষয়ক বিশেষজ্ঞ অ্যাডলিন হুলিন বলেন, তাঁদের কাজ সাংবাদিকতা হিসেবে গণ্য হতে পারে, এটা জেনে কিছু ইনফ্লুয়েন্সার অবাক হয়েছেন।
ফরাসি সাংবাদিক ও জনপ্রিয় ‘নিউজ ইনফ্লুয়েন্সার’ সালোমে সাকু বলেন, অনেক কনটেন্ট নির্মাতা সাংবাদিকতা চর্চার সঙ্গে পরিচিত ছিলেন না। নিজেদের কাজের কী প্রভাব হতে পারে, সে সম্পর্ক তাদের ভালো বোঝাপড়া দরকার।
কনটেন্ট নির্মাতাদের এক-চতুর্থাংশের বেশি নিজ দেশে তাদের কাজসংক্রান্ত আইনবিধিগুলো সম্পর্কে সচেতন নন। জরিপে অংশগ্রহণকারী কনটেন্ট নির্মাতাদের কেবল অর্ধেক পৃষ্ঠপোষক, দাতা ও তহবিলের উৎস সম্পর্কে দর্শকদের স্পষ্ট তথ্য দেন। কোনো কনটেন্ট নির্মাণে কারও কাছ থেকে অর্থ নেওয়া হলে তা দর্শককে খুলে বলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাধ্যতামূলক।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।