বিডিজেন ডেস্ক
ইসরায়েল শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শর্ত হলো, ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে। ইসরায়েলের দেওয়া এই শর্তে ইরান সম্মত হয়েছে।
হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি ও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা করেন।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কারণেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
ইসরায়েল শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শর্ত হলো, ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে। ইসরায়েলের দেওয়া এই শর্তে ইরান সম্মত হয়েছে।
হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি ও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা করেন।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কারণেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।