logo
প্রবাসের খবর

লেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
লেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ
উত্তর ইসরায়েলের একটি এলাকায় লেবানন থেকে আসা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি। ছবি: সংগৃহীত

লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৯০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।

আইডিএফ জানায়, লেবানন থেকে আসা রকেটগুলোর অন্তত একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফার মাটিতে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করেছে।

আইডিএফের মতে, সোমবার (১৪ অক্টোবর) লেবানন থেকে ইসরায়েলে ১১৫টি রকেট নিক্ষেপ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনব্যাপী ইসরায়েলি হামলায় লেবাননে ৪১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। সেপ্টেম্বর মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালানোর পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

লেবানন সরকারের জরুরি কমিটি গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় লেবাননে ১৪৬টি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত লেবাননে ১০ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: সিএনএন

আরও পড়ুন

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

২ ঘণ্টা আগে

কিছু দেশের নাগরিকদের ভিসা দিতে জামানত চাইতে পারে যুক্তরাষ্ট্র

কিছু দেশের নাগরিকদের ভিসা দিতে জামানত চাইতে পারে যুক্তরাষ্ট্র

মোটা দাগে পর্যটনবান্ধব দেশ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য কঠোর হচ্ছে দেশটির ভিসা নীতি। মোটা অংকের ডলার জামানত রেখে তবেই তারা পাবেন আরাধ্য যুক্তরাষ্ট্রের ভিসা।

৩ ঘণ্টা আগে

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

১ দিন আগে

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

৩ দিন আগে