logo
প্রবাসের খবর

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

প্রতিবেদক, বিডিজেন১২ মে ২০২৫
Copied!
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়
টেস্টকে বিদায় জানালেন বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটে একটি বড় অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল আজ। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছন। নিজের ইনস্টাগ্রামে তিনি একটি পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন। কোহলি এখন থেকে শুধু খেলবেন ৫০ ওভারের ক্রিকেট।

ইনস্টাগ্রাম পোস্টে অবসর ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতীয় দলের গাঢ় নীল টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, সেসব আদৌ মাথায় ছিল না। কল্পনাও করিনি কিছু। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষায় ফেলেছে, আবার অনেক কিছু শিখিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’

কোহলির টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২৩টি টেস্ট খেলে কোহলি ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। ইনস্টাগ্রাম পোস্টে কোহলি টেস্ট ক্রিকেট নিয়ে নিজের উপলব্ধির কথা লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্য গভীর একটা ব্যক্তিগত অনুভূতি কাজ করে। এতে আছে নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম, ছোট ছোট কিছু মুহূর্ত—এসব অনেকেরই চোখে পড়ে না। কিন্তু এগুলোই সেই অনুভূতি, যা সারা জীবন মনে গেঁথে থাকে একজন ক্রিকেটারের।’

টেস্ট থেকে কোহলির অবসর কিছুটা অপ্রত্যাশিতই। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কিছু দিন আগেই নাকি টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা বলেছিলেন বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে। বিসিসিআই কোহলিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাই বলছে। তবে কোহলি এ ব্যাপারে মনস্থির করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে, ‘টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াটা সহজ কোনো সিদ্ধান্ত নয়। তবে ভেবেচিন্তে এটিকে আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে যা দিয়েছি, এটি আমাকে ফিরিয়ে দিয়েছে তারচেয়েও অনেক বেশি কিছু।’

ভারতীয় ক্রিকেটের ২৬৯তম টেস্ট ক্রিকেটার কোহলি। এটি যে তাঁর কাছে বিশেষ কিছু সেটি বলেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান, ‘আমি ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। সবার প্রতি ভালোবাসা, যারা আমাকে সম্মানিত করেছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকালে সব সময়ই আমার মুখে একটা হাসি ফুটে উঠবে।’

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১০ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৭ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৮ ঘণ্টা আগে