logo
প্রবাসের খবর

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

প্রতিবেদক, বিডিজেন১২ মে ২০২৫
Copied!
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়
টেস্টকে বিদায় জানালেন বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটে একটি বড় অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল আজ। ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছন। নিজের ইনস্টাগ্রামে তিনি একটি পোস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন। কোহলি এখন থেকে শুধু খেলবেন ৫০ ওভারের ক্রিকেট।

ইনস্টাগ্রাম পোস্টে অবসর ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতীয় দলের গাঢ় নীল টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, সেসব আদৌ মাথায় ছিল না। কল্পনাও করিনি কিছু। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষায় ফেলেছে, আবার অনেক কিছু শিখিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’

কোহলির টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২৩টি টেস্ট খেলে কোহলি ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯ হাজার ২৩০ রান। ইনস্টাগ্রাম পোস্টে কোহলি টেস্ট ক্রিকেট নিয়ে নিজের উপলব্ধির কথা লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্য গভীর একটা ব্যক্তিগত অনুভূতি কাজ করে। এতে আছে নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম, ছোট ছোট কিছু মুহূর্ত—এসব অনেকেরই চোখে পড়ে না। কিন্তু এগুলোই সেই অনুভূতি, যা সারা জীবন মনে গেঁথে থাকে একজন ক্রিকেটারের।’

টেস্ট থেকে কোহলির অবসর কিছুটা অপ্রত্যাশিতই। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কিছু দিন আগেই নাকি টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা বলেছিলেন বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে। বিসিসিআই কোহলিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাই বলছে। তবে কোহলি এ ব্যাপারে মনস্থির করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে, ‘টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াটা সহজ কোনো সিদ্ধান্ত নয়। তবে ভেবেচিন্তে এটিকে আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে যা দিয়েছি, এটি আমাকে ফিরিয়ে দিয়েছে তারচেয়েও অনেক বেশি কিছু।’

ভারতীয় ক্রিকেটের ২৬৯তম টেস্ট ক্রিকেটার কোহলি। এটি যে তাঁর কাছে বিশেষ কিছু সেটি বলেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান, ‘আমি ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে সবার প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। সবার প্রতি ভালোবাসা, যারা আমাকে সম্মানিত করেছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে তাকালে সব সময়ই আমার মুখে একটা হাসি ফুটে উঠবে।’

আরও দেখুন

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

২ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

২ দিন আগে

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

২ দিন আগে