logo
প্রবাসের খবর

সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া১৫ দিন আগে
Copied!
সিডনিতে এএমডব্লিউসির উদ্যোগে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট ২০২৫। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এই টুর্নামেন্ট আয়োজন করেছে।

গত শনিবার (২৯ নভেম্বর) সিডনিতে বহু প্রতীক্ষিত এই ভলিবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতি বছরের মতো এবারও সেন্টারের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়াবন্ধনকে আরও শক্তিশালী করেছে।

Volleyball tournament in Sydney 2

সংগঠনের নিয়মিত খেলোয়াড় ও তরুণদের সমন্বয়ে এ বছর টুর্নামেন্টে ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘সুরমা’ নামে ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন সাদিন (পদ্মা), সেলিম (মেঘনা), জাকির হোসেন (যমুনা) ও জাহেরুল (সুরমা)। নতুন জার্সি আর নিয়মিত অনুশীলনে টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের মাঝে দেখা গেছে অপার উৎসাহ।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। সূচনা পর্বে দোয়া, খেলোয়াড়দের পরিচয় এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।

Volleyball tournament in Sydney 3

প্রথম দিনেই জমে ওঠে প্রতিযোগিতা। তরুণদের নিয়ে গঠিত পদ্মা দল অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত মেঘনা দলকে ২-১ সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় এগিয়ে যায়। দিনের অপর খেলায় যমুনা দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুরমা দলকে পরাজিত করে।

প্রথম দুই খেলা পরিচালনা করেন আনিছুল আফছার। সহায়তায় ছিলেন আতিক, ড. এখলাছ বাবু, মামুন, সোবহান ও জামান। স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন আলমগীর। সার্বিক তদারকিতে ছিলেন স্পোর্টস সেক্রেটারি আবদুল মতিন পপলু। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।

Volleyball tournament in Sydney 4

দ্বিতীয় দিনের (৩০ নভেম্বর রোববার) খেলায় সুরমা ও যমুনা জয়ী হয়। খেলায় সুরমা দল জয়লাভ করে মেঘনার বিপক্ষে। আর যমুনা দলও মেঘনাকে পরাজিত করে লড়াইয়ে টিকে থাকে। দর্শকদের উপভোগ্য দুটি ম্যাচ উপহার দেন খেলোয়াড়েরা।

Volleyball tournament in Sydney 5

এএমডব্লিউসির তৃতীয়বারের মতো এ ভলিবল আয়োজনকে ঘিরে সেন্টার এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তরুণদের জন্য ভলিবল এবং শিশুদের জন্য টেবিল টেনিস ও সকারের ব্যবস্থাসহ কোরআন শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া আয়োজন কমিউনিটিতে ইতিবাচক ধারা তৈরি করেছে। দর্শকদের জন্য প্রতিদিন বিকালের নাশতার ব্যবস্থাও করেছেন হোসেন মোক্তার।

Volleyball tournament in Sydney 6

লিগ পর্বের খেলা চলবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ৭ ডিসেম্বর (রোববার) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। এর পরেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রবাসী বাংলাদেশি সমাজে এমন ইতিবাচক ক্রীড়া আয়োজন বাঙালি ঐতিহ্য ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা সকলের।

আরও দেখুন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।

১৭ ঘণ্টা আগে

আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"

২ দিন আগে

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

২ দিন আগে

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।

২ দিন আগে