logo
প্রবাসের খবর

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার এসএমসি নির্বাচন অনুষ্ঠিত

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে০৬ সেপ্টেম্বর ২০২৫
Copied!
জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার এসএমসি নির্বাচন অনুষ্ঠিত

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার বহুল প্রতীক্ষিত স্কুল ম্যানেজমেন্ট কাউন্সিলের (এসএমসি) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

PIC (4)

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। ভোটগ্রহণ হয় বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা ও স্টিয়ারিং কমিটির প্রধান মো. মতিউর রহমান খান।

5-Candidate

এই নির্বাচনে অভিভাবকদের অংশগ্রহণ ছিল সত্যিই প্রশংসনীয়। সবাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন এবং জেদ্দার স্থানীয় কর্তৃপক্ষ পুরো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে

এ ছাড়া, জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের কর্মকর্তা কাউন্সিলর (কনস্যুলার উইং) এ এস এম সায়েম এবং সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচনের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ভূমিকা পালন করেন।

PIC (3)

ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ১৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল্লাহ নাসির উদ্দিন। তিনি অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে এবার এসএমসির সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পেয়েছেন ১০৭ ভোট। তৃতীয় স্থান অর্জন করেন ডা. মিজানুর রহমান, তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১০৩। চতুর্থ স্থানে আছেন সুমন উর রশিদ, তিনি পেয়েছেন ৭৩ ভোট এবং পঞ্চম স্থান অর্জন করেছেন আব্দুল আরিফ খান, তিনি পেয়েছেন ১৮ ভোট। শেষ তিনজন সদস্য হিসেবে এসএমসিতে নির্বাচিত হয়েছেন।

Pic.11

ফলাফল ঘোষণার পর নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন আবেগপ্রবণ কণ্ঠে অভিভাবক ও কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এটি শুধু আমার বিজয় নয়, বরং পুরো অভিভাবক সমাজের বিজয়। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে আমাদের মূল অঙ্গীকার।’

Pic.1

ভাইস চেয়ারম্যান ও অন্য নির্বাচিত সদস্যরাও একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, একসাথে কাজ করেই শিক্ষার মান উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

PIC (8)

সাবেক চেয়ারম্যান ওমর ফারুক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই স্কুল আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য। তাই এসএমসির প্রতিটি পদক্ষেপে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা উন্নয়নে অংশগ্রহণ করা প্রতিটি অভিভাবকের সামাজিক দায়িত্ব।’

PIC (6)

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শিক্ষক মো. মতিউর রহমান খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড মোস্তফা মনোয়ার, আরিফুর রহমান, মেহের মোহাম্মদ হেলাল, মোসলেহ উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটি

এ ছাডাও, পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকেরা। পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ভোট দান ভোট গণনা ও বিজয় ঘোষণা পর্যন্ত সবাই উপস্থিত ছিলেন।

PIC (5)

নির্বাচনী পরিবেশ ছিল একেবারেই উৎসবমুখর। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় অভিভাবকদের মিলনমেলায়। অনেকে পরিবারসহ এসে ভোট প্রদান করেন। তাদের মধ্যে ছিল একদিকে দায়িত্বশীলতার অনুভূতি, অন্যদিকে আনন্দ ও ঐক্যের আবহ।

পার্থিদের এজেন্ট

অভিভাবক সমাজ মনে করছে, এবার প্রবাসের মাটিতে বাংলাদেশি এই স্কুলটি তার হারানো গৌরব ফিরে পাবে। এই দিনটি তাই শুধু একটি নির্বাচন নয়, বরং স্কুল ও কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর, আজ (৫ সেপ্টেম্বর) যেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো ভোট দিতে পেরেছি। গত কয়েক বছর যা সম্ভব হয়নি।

আরও দেখুন

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

৮ ঘণ্টা আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

১ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

১ দিন আগে

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

১ দিন আগে