logo
প্রবাসের খবর

সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২২ দিন আগে
Copied!
সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (এসবিডব্লিউএন) আয়োজিত এক হৃদয়ছোঁয়া দিনব্যাপী আয়োজন সিডনির বাংলাদেশি বয়োজ্যেষ্ঠদের জীবনে এনে দিল এক অভূতপূর্ব আনন্দ, স্মৃতি আর আবেগের জোয়ার। ‘পুরনো দিনের বনভোজন’ (পিকনিক)—বাংলাদেশের সেই আপন স্মৃতি যেন নতুন করে ফিরে এল সিডনির বুকে।

Happy banquet 2

শনিবার (২২ নভেম্বর) সকালে একটি বড় বাসে এসবিডব্লিউএনের ব্যানার সাঁটিয়ে বাল্কহ্যাম হিলস, ইস্টার্ন সাবার্ব, লাকেম্বা ও মিন্টো থেকে একে একে তুলে নেওয়া হয় কমিউনিটির নানা বয়সী প্রবাসী বাংলাদেশি বয়োজেষ্ঠ সদস্যদের। বাসে উঠেই শুরু হয় হাসি-খুশির আড্ডা, গান, কবিতা, খেলা আর গল্পের স্রোত। মনে হচ্ছিল যেন বাংলাদেশের সেই চিরচেনা আনন্দময় পিকনিকেই সবাই ফিরে গেছেন।

Happy banquet 3

আয়োজকদের গন্তব্য ছিল নান্দনিক মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে প্রকৃতির শান্ত পরিবেশে বয়োজেষ্ঠদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুপুরে রয়্যাল প্ল্যাটার পরিবেশন করে আকর্ষণীয় মধ্যাহ্নভোজ, সুস্বাদু খাবারের সঙ্গে ছিল মালাই চা, গরম কফি ও লোভনীয় ডেজার্ট।

Happy banquet 4

দিনব্যাপী আয়োজনকে আরও রঙিন করে তোলেন জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী লুতফা। তাঁর উপস্থাপনা বয়োজেষ্ঠদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের গান, সিনেমার তারকা চিনে নেওয়ার খেলা, ছবি তোলা, সব মিলিয়ে সিনিয়রদের জন্য এটি হয়ে ওঠে স্মৃতিময় এক দিন।

Happy banquet 5

আয়োজনে সার্বিক সহায়তা ও অনুপ্রেরণার জন্য স্থানীয় বাংলাদেশি ক্যামডেন কাউন্সিলর এলিজা রহমানকে বিশেষ ধন্যবাদ জানায় এসবিডব্লিউএন। তার সহযোগিতা, নেপথ্য পরিকল্পনা, কমিউনিটির সঙ্গে সংযোগ, সবকিছুই অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Happy banquet 6

দিন শেষে বাস যখন ফেরার পথে, অনেক বয়োজেষ্ঠরা আবেগাপ্লুত হয়ে জানান, এটি সিডনিতে তাদের জীবনের অন্যতম সেরা দিন। তাদের কথায় উঠে আসে এসবিডব্লিউএন সত্যিই তাদের মন থেকে বাংলাদেশকে আবার কাছাকাছি এনে দিয়েছে।

Happy banquet 7

“আপনারাই আমাদের কমিউনিটির মূল চালিকা শক্তি। আপনাদের মুখে হাসি দেখতে পারা, আপনাদের স্মৃতির ভূবনে একটু সুখ যোগ করতে পারা, এটাই আমাদের গর্ব,” এভাবেই ভালোবাসা আর সম্মানের বার্তা পৌঁছে দেয় আয়োজক সংগঠন সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক।

Happy banquet 8

সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি ছিল এক আন্তরিক, স্মৃতিবহ ও প্রাণবন্ত আয়োজন, যা দীর্ঘদিন মনে রাখার মতো।

আরও দেখুন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।

১৭ ঘণ্টা আগে

আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"

২ দিন আগে

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”

২ দিন আগে

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।

২ দিন আগে