বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।
জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’
আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।
লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।
সংযুক্ত আরব আমিরাতে ৩ লাখ ৬০ হাজার দিরহামের লটারি জিতেছেন চারজন। এর মধ্যে তৃতীয় হয়েছেন একজন বাংলাদেশি। আবুধাবিতে চালকের চাকরি করা ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল আজিজ জাবাল। তিনি ৯০ হাজার দিরহাম (প্রায় ৩০ লাখ টাকা) জিতেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ৫৬ বছর বয়সী জাবাল একজন বেসরকারি গাড়িচালক। ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকেন তিনি। ২৫ জনের একটি দল এই টিকিটের অংশীদার। যখন তিনি লটারি জেতার ফোন পান, তখন খুবই অবাক হন।
জাবাল বলেন, ‘আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম।’ তাঁর জন্য এই জয় কেবল ব্যক্তিগত জয় নয়। জাবালের ভাষ্য, ‘এই জয় কেবল আমার এবং আমার পরিবারের জন্য নয়, বরং আমার বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের জন্যও।’
আবদুল আজিজের পরিকল্পনা হলো পুরস্কারের টাকা তাঁর দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বাকিটা তাঁর পরিবারের সঙ্গে উপভোগ করা। জেতা সত্ত্বেও, তিনি টিকিট কেনা চালিয়ে যাওয়ার যাবেন এবং তাঁর বিগ টিকিটের যাত্রায় আরও লটারি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান জাবাল।
লটারি জেতা বাকিরা হলেন দুবাইয়ের কানাডীয় চিফ অপারেটিং অফিসার খালদুন সাইমৌহ (৪৭), ভারতীয় ফিন্যান্স প্রফেশনাল অক্ষয় ট্যান্ডন (৩৯) ও ভারতীয় রবিন বারঘেস।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সিঙ্গাপুরের ব্যস্ততম একটি সড়কে হঠাৎ তৈরি হওয়া এক সুবিশাল গর্তে গাড়িসহ পড়ে যান এক নারী। সড়কের পাশে কর্মরত একদল নির্মাণশ্রমিক রীতিমতো ফিল্মি কায়দায় উদ্ধার করেন তাকে। গর্তের ভেতর থেকে ওই নারীকে উদ্ধারে শ্রমিকদের সময় লেগেছে ৫ মিনিটেরও কম।