সাবির মাহমুদ, সিডনি, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেছেন।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) মসজিদটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ওয়েরিওয়ার এলাকার এমপি (সংসদ সদস্য) অ্যান স্ট্যানলির উপস্থিত ছিলেন।
মসজিদটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আলবানিজি বলেন, ‘প্রত্যেক অস্ট্রেলিয়ানেরই উন্মুক্তভাবে ও গর্বের সঙ্গে উপাসনা করার অধিকার রয়েছে। আমি আজ এডমন্ডসন পার্ক মসজিদে এসেছি এই বার্তা দিতে যে, আমার লেবার সরকার অস্ট্রেলিয়ান মুসলিমদের অবদানকে শ্রদ্ধা ও মূল্যায়ন করে এবং আমরা সর্বদা তা করব।’
এ সফরে প্রধানমন্ত্রী মুসলিম ধর্মাবলম্বীদের নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সম্প্রদায়ের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস মসজিদের ইমাম ও স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফর আমাদের সম্প্রদায়ের প্রতি সরকারের সমর্থন ও শ্রদ্ধার প্রতীক।’
প্রধানমন্ত্রীর এই সফর অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই নতুন মসজিদকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। অভিযোগ অনুযায়ী, কিশোর তার হুমকিমূলক মন্তব্যে বিদেশে সংঘটিত একটি সন্ত্রাসী হামলার উল্লেখ করেছিল। কিশোরটির মন্তব্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার ইঙ্গিত ছিল, যাতে ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির এডমন্ডসন পার্কে অবস্থিত মসজিদ আল বাইত আল ইসলামি মসজিদ পরিদর্শন করেছেন।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) মসজিদটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ওয়েরিওয়ার এলাকার এমপি (সংসদ সদস্য) অ্যান স্ট্যানলির উপস্থিত ছিলেন।
মসজিদটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আলবানিজি বলেন, ‘প্রত্যেক অস্ট্রেলিয়ানেরই উন্মুক্তভাবে ও গর্বের সঙ্গে উপাসনা করার অধিকার রয়েছে। আমি আজ এডমন্ডসন পার্ক মসজিদে এসেছি এই বার্তা দিতে যে, আমার লেবার সরকার অস্ট্রেলিয়ান মুসলিমদের অবদানকে শ্রদ্ধা ও মূল্যায়ন করে এবং আমরা সর্বদা তা করব।’
এ সফরে প্রধানমন্ত্রী মুসলিম ধর্মাবলম্বীদের নেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ার বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সম্প্রদায়ের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস মসজিদের ইমাম ও স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। প্রধানমন্ত্রীর এই সফর আমাদের সম্প্রদায়ের প্রতি সরকারের সমর্থন ও শ্রদ্ধার প্রতীক।’
প্রধানমন্ত্রীর এই সফর অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই নতুন মসজিদকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। অভিযোগ অনুযায়ী, কিশোর তার হুমকিমূলক মন্তব্যে বিদেশে সংঘটিত একটি সন্ত্রাসী হামলার উল্লেখ করেছিল। কিশোরটির মন্তব্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার ইঙ্গিত ছিল, যাতে ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।