
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম, মারুফ আনোয়ার ও তানভীর আলম চৌধুরী।
রোববার (২ নভেম্বর) জেনেভার স্থানীয় একটি কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা–২০২৫।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হারুন রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি হারুন রশিদ ও সদস্য আনোয়ারুল ইসলাম জজ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে ৩টি পদের জন্য একক প্রার্থী মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘বাংলাদেশ ক্লাব জেনেভা প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাবে।’
সংগঠনের নেতারা জানান, প্রবাসীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ ধরে রাখা বাংলাদেশ ক্লাব জেনেভার মূল লক্ষ্য। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করে আসছে।

প্রায় ৩০ বছর আগে জেনেভায় কয়েকজন তরুণ প্রবাসীর উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটির সূচনা হয়। এই সংগঠন পরে রূপ নেয় বাংলাদেশ ক্লাব জেনেভাতে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে এবং বর্তমানে এটি সুইজারল্যান্ডের একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।
একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ ক্লাব জেনেভা নিয়মিতভাবে আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভা শেষে জেনেভাপ্রবাসী গৃহিণীদের হাতে তৈরি পায়েস, মিষ্টান্ন ও নৈশভোজ পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম, মারুফ আনোয়ার ও তানভীর আলম চৌধুরী।
রোববার (২ নভেম্বর) জেনেভার স্থানীয় একটি কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা–২০২৫।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হারুন রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি হারুন রশিদ ও সদস্য আনোয়ারুল ইসলাম জজ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে ৩টি পদের জন্য একক প্রার্থী মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘বাংলাদেশ ক্লাব জেনেভা প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে যাবে।’
সংগঠনের নেতারা জানান, প্রবাসীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ ধরে রাখা বাংলাদেশ ক্লাব জেনেভার মূল লক্ষ্য। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে কাজ করে আসছে।

প্রায় ৩০ বছর আগে জেনেভায় কয়েকজন তরুণ প্রবাসীর উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটির সূচনা হয়। এই সংগঠন পরে রূপ নেয় বাংলাদেশ ক্লাব জেনেভাতে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে এবং বর্তমানে এটি সুইজারল্যান্ডের একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।
একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ ক্লাব জেনেভা নিয়মিতভাবে আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভা শেষে জেনেভাপ্রবাসী গৃহিণীদের হাতে তৈরি পায়েস, মিষ্টান্ন ও নৈশভোজ পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।