বিডিজেন ডেস্ক
আবুধাবির সাদিয়াত দ্বীপে অবস্থিত মাত্র ৫টি বেডরুমের একটি বাড়ি বিক্রি হয়েছে ১৩ কোটি দিরহামে (৪২২ কোটি টাকা)। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল বাড়িটি। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সবচেয়ে দামে বিক্রি হওয়া বাড়ি এখন এটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটি নামের ব্যয়বহুল রিয়েল এস্টেট এজেন্সি এই বাড়ি কেনার চুক্তি করেছে। এর ভেতরে রয়েছে সাজানো গোছানো দারুণ জায়গা, যাতে শৈল্পিক কারুকাজ ও নান্দনিকতার ছোঁয়া মিলবে।
তবে বাড়িটির ব্যাপারে আর বিস্তারিত জানানো হয়নি।
এ ব্যাপারে দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ আজার বলেন, ‘বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে আবুধাবি। আর এই বাড়িটি এত দামে বিক্রি হওয়া এখানকার রিয়েল এস্টেট বাজারের জন্য দারুণ খবর। এ ধরনের বাড়ির চাহিদা ব্যাপক। কেননা এসব বাড়িতে আরামে থাকার পাশাপাশি মিলবে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া। এতে বিনোদনের দারুণ ব্যবস্থাও রয়েছে।’
সংযুক্ত আবর আমিরাতে বড় বড় বিনিয়োগকারীরা থাকার জন্য এখন আবুধাবিকে বেছে নিচ্ছেন। আর তাদের জন্য নতুন ধরনের বাড়ির যোগান দিয়ে যাচ্ছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো।
আবুধাবি এখন এই অঞ্চলের আবাসন ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনটাই মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বিশ্বের নামিদামি ব্যক্তিরাও এখানে বাড়ি কিনছেন।
আবুধাবির সাদিয়াত দ্বীপে অবস্থিত মাত্র ৫টি বেডরুমের একটি বাড়ি বিক্রি হয়েছে ১৩ কোটি দিরহামে (৪২২ কোটি টাকা)। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল বাড়িটি। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সবচেয়ে দামে বিক্রি হওয়া বাড়ি এখন এটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটি নামের ব্যয়বহুল রিয়েল এস্টেট এজেন্সি এই বাড়ি কেনার চুক্তি করেছে। এর ভেতরে রয়েছে সাজানো গোছানো দারুণ জায়গা, যাতে শৈল্পিক কারুকাজ ও নান্দনিকতার ছোঁয়া মিলবে।
তবে বাড়িটির ব্যাপারে আর বিস্তারিত জানানো হয়নি।
এ ব্যাপারে দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ আজার বলেন, ‘বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে আবুধাবি। আর এই বাড়িটি এত দামে বিক্রি হওয়া এখানকার রিয়েল এস্টেট বাজারের জন্য দারুণ খবর। এ ধরনের বাড়ির চাহিদা ব্যাপক। কেননা এসব বাড়িতে আরামে থাকার পাশাপাশি মিলবে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া। এতে বিনোদনের দারুণ ব্যবস্থাও রয়েছে।’
সংযুক্ত আবর আমিরাতে বড় বড় বিনিয়োগকারীরা থাকার জন্য এখন আবুধাবিকে বেছে নিচ্ছেন। আর তাদের জন্য নতুন ধরনের বাড়ির যোগান দিয়ে যাচ্ছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো।
আবুধাবি এখন এই অঞ্চলের আবাসন ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনটাই মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বিশ্বের নামিদামি ব্যক্তিরাও এখানে বাড়ি কিনছেন।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।