বিডিজেন ডেস্ক
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) একটি ওয়াচ টাওয়ার ও ঘরের বেড়া ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
রোববার (২০ অক্টোবর) শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ইউনিফিলের ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল নামে পরিচিত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
এর আগেও ইউনিফিলের ওয়াচ টাওয়ারে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ১৭ অক্টোবর দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করেছে।
১৭ অক্টোবরের হামলার পর থেকেই ইসরায়েলি বাহিনী ও অন্য সংশ্লিষ্ট পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের অবস্থানগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইউনিফিল।
সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের কাছ থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ হিজবুল্লাহ অস্বীকার করেছে।
বুধবার (১৬ অক্টোবর) ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলের একটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি ওয়াচটাওয়ারের ওপর গুলি চালিয়েছে।
গত সপ্তাহে ইউনিফিল বলেছে, ইসরায়েলের দুটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি অবস্থানের মূল গেট ধ্বংস করেছে এবং জোরপূর্বক সেই অবস্থানে প্রবেশ করেছে। এতে কমপক্ষে চারজন সৈনিক আহত হয়েছে।
ইসরায়েল অক্টোবরের শুরুতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে ইউনিফিলের সামনের সারির বেশ কয়েকটি অবস্থানে গুলি চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলার জন্য এই অভিযান চালাচ্ছে।
জাতিসংঘের অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলেছেন তিনি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের কাছে ইউনিফিল বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে জাতিসংঘ ইউনিফিলকে সরিয়ে নিচ্ছে না। ইউনিফিল ১৯৭৮ সাল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পর্যবেক্ষণ করে আসছে। মিশনটি ৫০টি দেশের অংশগ্রহণে গঠিত ও ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।
সূত্র: আল জাজিরা
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) একটি ওয়াচ টাওয়ার ও ঘরের বেড়া ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
রোববার (২০ অক্টোবর) শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ইউনিফিলের ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল নামে পরিচিত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
এর আগেও ইউনিফিলের ওয়াচ টাওয়ারে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ১৭ অক্টোবর দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করেছে।
১৭ অক্টোবরের হামলার পর থেকেই ইসরায়েলি বাহিনী ও অন্য সংশ্লিষ্ট পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের অবস্থানগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইউনিফিল।
সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের কাছ থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ হিজবুল্লাহ অস্বীকার করেছে।
বুধবার (১৬ অক্টোবর) ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলের একটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি ওয়াচটাওয়ারের ওপর গুলি চালিয়েছে।
গত সপ্তাহে ইউনিফিল বলেছে, ইসরায়েলের দুটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি অবস্থানের মূল গেট ধ্বংস করেছে এবং জোরপূর্বক সেই অবস্থানে প্রবেশ করেছে। এতে কমপক্ষে চারজন সৈনিক আহত হয়েছে।
ইসরায়েল অক্টোবরের শুরুতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে ইউনিফিলের সামনের সারির বেশ কয়েকটি অবস্থানে গুলি চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলার জন্য এই অভিযান চালাচ্ছে।
জাতিসংঘের অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলেছেন তিনি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের কাছে ইউনিফিল বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে জাতিসংঘ ইউনিফিলকে সরিয়ে নিচ্ছে না। ইউনিফিল ১৯৭৮ সাল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পর্যবেক্ষণ করে আসছে। মিশনটি ৫০টি দেশের অংশগ্রহণে গঠিত ও ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।
সূত্র: আল জাজিরা
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।