logo
প্রবাসের খবর

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ এপ্রিল ২০২৫
Copied!
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলা
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের মরদেহ দাফনের জন্য হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় স্থানীয় সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সাংবাদিক নিহত ও ৯ জন আহত হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) গাজার দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এ কথা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের হামলায় গাজায় ১৫ প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে এ হামলার ঘটনা ঘটনা ঘটল। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘ঠান্ডা মাথায়’ তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

খান ইউনিসের নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাঁবুর আগুন নেভাতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, আসবাব ও বিভিন্ন সরঞ্জামসহ তাঁবুটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে।

একাধিক ছবিতে দেখা যায়, হামলার পর তাঁবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা করে আরেকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিহত ওই সাংবাদিক হেলমি আল-ফাকাবি। পরে তাঁর জানাজায় অংশ নেয় কয়েক ডজন সাংবাদিক ও তার আত্মীয়-স্বজন। ফাকাবির সহকর্মী আবদ শায়াত বলেন, ‘আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে সত্য তুলে ধরব। এটা আমাদের মানবিক দায়িত্ব।’

প্যালিস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এ নিয়ে ২১০ সাংবাদিক নিহত হয়েছে।

১ এপ্রিল ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ স্মরণকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২৩২ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ হিসাব অনুযায়ী দুই বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছে, গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছে।

আমেরিকান– ফিলিস্তিনি কিশোরকে হত্যা

এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে আমেরিকার নাগরিক এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গত রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নিহত ওমর মোহাম্মদ রাবিয়ার বয়স ১৪ বছর।

তুরমুস আয়া শহরের মেয়র আদীব লাফি বলেন, তুরমুস আয়ার প্রবেশমুখে ওমরসহ তিন কিশোরকে গুলি করে এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। এরপর তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে ওমরকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনাকে শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এটি ইসরায়েলের অব্যাহত দায়মুক্তিরই ফল।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা সন্ত্রাসীদের লক্ষ্য করে সেনারা গুলি ছুড়েছে। এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। জখম হয়েছে আরও দুই সন্ত্রাসী।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৭ জন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর গতকাল এ তথ্য জানিয়েছে। গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরুর পর গাজায় ১ হাজার ৩৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪৩৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত ৫০ হাজার ৭৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জন।

‘হামাস বা ইসরায়েল গাজা শাসন করবে না’

মিসর সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় ফ্রান্স। তিনি অনতিবিলম্বে ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার কায়রোয় এক যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ‘কোনো বাসিন্দাকে তাঁদের ভূমি থেকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়ার পাশাপাশি গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে দখলে নেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান।’

গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, এটা গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং এটি গাজা উপত্যকায় নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পথ খুলে দেবে। তিনি বলেন, গাজা শাসনে হামাস কিংবা ইসরায়েল অংশ হতে পারবে না।

আরও দেখুন

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

১ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

২ দিন আগে

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

২ দিন আগে