logo
প্রবাসের খবর

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক
প্রতিকী ছবি: এআই দিয়ে তৈরি

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ওই নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
খবর—বার্তা সংস্থা ইউএনবির।

মালয়েশিয়ার কর্তৃপক্ষের সহায়তায় এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই কিশোরী রোহিঙ্গা মেয়ের মরদেহ উদ্ধার করেছে থাই কর্তৃপক্ষ। বাকি যাত্রীদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

ইউএনএইচসিআর ও আইওএম মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানিয়েছে উদ্ধার অভিযানে প্রাণরক্ষাকারী ভূমিকা রাখার জন্য। সংস্থা দুটি জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সহায়তায় তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত।

সংস্থাদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্ভাব্য প্রাণহানির মাত্রা নিয়ে, কারণ রিপোর্ট অনুযায়ী আরেকটি নৌকা এখনো সমুদ্রে রয়েছে, যাতে প্রায় ২৩০ জন যাত্রী রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমার থেকে ৫ হাজার ৩০০ জনের বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেছেন। এর মধ্যে ৬০০ জনেরও বেশি নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে শরণার্থী শিবিরে সীমিত সহায়তা, মিয়ানমারে ক্রমবর্ধমান সংঘাত ও অবনতিশীল মানবিক পরিস্থিতি—এর সঙ্গে অর্থায়ন হ্রাস যুক্ত হয়ে আরও বেশি মানুষকে জীবন বাজি রেখে নিরাপত্তার খোঁজে সমুদ্রে নামতে বাধ্য করছে।

সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেওয়া রোহিঙ্গাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

একইসঙ্গে সংস্থাগুলো বলেছে, মিয়ানমারে চলমান সংকটের রাজনৈতিক সমাধান ও সংঘাতের অবসানে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। যতদিন পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুতির মূল কারণ ও রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিরসন না হবে, ততদিন তারা নিরাপত্তার সন্ধানে বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখবে।

ইউএনএইচসিআর ও আইওএম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অভিবাসন রুটে জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, শরণার্থী, অভিবাসী ও রাষ্ট্রহীন মানুষের সুরক্ষা ও টেকসই সমাধান জোরদারে। এই ‘রুট-ভিত্তিক পদ্ধতি’র লক্ষ্য হলো জীবন রক্ষা, মানুষকে সুরক্ষা প্রদান, ক্ষতি হ্রাস করা এবং অভিবাসন ও শরণার্থী চলাচল কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে রাষ্ট্রগুলোকে সহায়তা করা।

আরও দেখুন

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

২১ ঘণ্টা আগে

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে