
বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আবুধাবি, দুবাই ও আল ধফরার কিছু অংশে আজ সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সকালে দুবাইয়ের এক্সপোতে অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে হামিম, তারিফ, হাবশান, লিওয়া, মদিনাত জায়েদ ও আল ধফরার উত্তরাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবুধাবির খলিফা সিটি ও আল বাতিন বিমানবন্দরেও হালকা বৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ভেজা আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে বলে গাড়িচালকদের রাস্তায় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, অভ্যন্তরীণ তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলীয় অঞ্চল ও দ্বীপপুঞ্জে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাহাড়গুলোতে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
রাত নামার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া আর্দ্র হয়ে উঠবে। কিছু উপকূলীয় এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি থাকবে, মাঝে মাঝে বাড়বে। অন্যদিকে আরব উপসাগরে সমুদ্রে বাতাস হালকা থেকে মাঝারি এবং ওমান সাগরে শান্ত থাকবে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আবুধাবি, দুবাই ও আল ধফরার কিছু অংশে আজ সোমবার হালকা বৃষ্টি হতে পারে। সকালে দুবাইয়ের এক্সপোতে অল্প সময়ের জন্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে হামিম, তারিফ, হাবশান, লিওয়া, মদিনাত জায়েদ ও আল ধফরার উত্তরাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবুধাবির খলিফা সিটি ও আল বাতিন বিমানবন্দরেও হালকা বৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ভেজা আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে বলে গাড়িচালকদের রাস্তায় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, অভ্যন্তরীণ তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলীয় অঞ্চল ও দ্বীপপুঞ্জে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাহাড়গুলোতে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
রাত নামার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া আর্দ্র হয়ে উঠবে। কিছু উপকূলীয় এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি থাকবে, মাঝে মাঝে বাড়বে। অন্যদিকে আরব উপসাগরে সমুদ্রে বাতাস হালকা থেকে মাঝারি এবং ওমান সাগরে শান্ত থাকবে।
জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
২ দিন আগে